পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খবর প্রকাশিত হতেই সতর্ক,  সামাজিক দূরত্ব মেনে ব্যাঙ্কে লাইন কাঁকসায় - প্রধানমন্ত্রী জনধন যোজনা

সামাজিক দূরত্ব বজায় না রেখেই টাকা তোলার জন্য কাঁকসার শিবপুরে লম্বা লাইনে দাঁড়িয়েছিলেন অনেকেই । গতকাল সেই খবর প্রকাশিত হয়।

ছবি
ছবি

By

Published : Apr 17, 2020, 6:00 PM IST

কাঁকসা, 17 এপ্রিল : প্রধানমন্ত্রী জনধন যোজনার টাকা তুলতে ব্যাঙ্কের সামনে লম্বা লাইন দিয়েছিলেন কয়েকজন । কোনওরকম সামাজিক দূরত্ব না মেনেই লাইনে দাঁড়িয়েছিলেন তাঁরা । অনেকে মাস্ক ছাড়াই দাঁড়িয়েছিলেন । গতকাল খবরটা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসল ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন । আজ কাঁকসার শিবপুর গ্রামীণ ব্যাঙ্কের তরফে পুরোনো টায়ার ব্যবহার করে গ্রাহকদের নির্দিষ্ট দূরত্বে দাঁড় করিয়ে পরিষেবা দেওয়া হয় ।

কোরোনা সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে । রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে বাইরে বেরোলে মাস্ক পরা বাধ্যতমূলক । প্রশাসনের তরফে বারবার সামাজিক দূরত্ব বজায়, ভিড় এড়িয়ে যেতে ও প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হচ্ছে । কিন্তু কাঁকসার শিবপুরে গ্রামীণ ব্যাঙ্কের সামনে টাকা তুলতে আসা মানুষের জমায়েত দেখলে আতঙ্ক আরও বাড়বে । ব্যাঙ্কের সামনে একেবারে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে ছিলেন সবাই । অনেকের মুখে মাস্কও ছিল না। প্রশ্ন উঠছিল ব্যাঙ্ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। লাইনে দাঁড়িয়ে থাকা একাংশের অভিযোগ, ব্যাঙ্ক যদি নম্বরের টোকেন দিত তাহলে হয়তো এতটা ভিড় হত না । লাইনে দাঁড়িয়ে থাকা অনেকের বক্তব্য, "কী করব বলুন ? খাবার জুটছে না। তাই এই টাকা যদি পাই তা দিয়েই সংসার চালাব।" গতকাল এই খবর প্রকাশিত হয় ETV ভারতে । তারপরই নড়েচড়ে বসে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ।

আজ সকালে দেখা যায়, সাইকেলের টায়ার দিয়ে নির্দিষ্ট দূরত্বে গ্রাহকদের দাঁড় করানো হয়েছে । সামাজিক দূরত্ব বজায় রেখেই চলছে পরিষেবা দান । খুশি গ্রাহকরাও ।

ABOUT THE AUTHOR

...view details