দুর্গাপুর, 4 সেপ্টেম্বর: সুদের কারবারি আফগান নাগরিক আসিম খান খুনের ঘটনায় গ্রেফতার রাঁধুনি জহর আলি শেখ (Cook Arrests in Kabuliwala Murder Case in Benachiti) ৷ দুর্গাপুরের বেনাচিতির কাইজার গলির ঘটনায় এদিন অভিযুক্ত জহর আলি শেখকে গ্রেফতার করা হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, জেরায় জহর, আসিম খানকে খুনের কথা স্বীকার করেছেন ৷
পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার সকালে আফগান নাগরিক পেশায় সুদের কারবারি আসিম খানকে তাঁর বাড়ির রাঁধুনি জহর আলি শেখ চা বানিয়ে দেন ৷ সেই সময় দুধ ফ্রিজে না রাখায়, তা নষ্ট হয়ে যায় ৷ যা নিয়ে আসিম জহরকে গালাগালি করেন ৷ এরপর রাতে সুদের টাকা আদায় করে আনতে না-পারার জন্যও জহরকে কথা শোনান আসিম খান ৷ এর জেরে রাগের বশে জহর আলি শেখ, আসিমকে খুন করেন বলে অভিযোগ (Kabuliwala Murder Case) ৷ শুধু তাই নয়, খুনের পর সুদের কারবারে আদায় হওয়া 60 হাজার টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় জহর আলি শেখ ৷
তদন্তে নেমে পুলিশ আসিম খানের রাঁধুনি জহর আলি খানের (Zahar Ali Khan) কথা জানতে পারে ৷ দু’দিন গা ঢাকা দিয়ে থাকার পর রবিবার জহরকে গ্রেফতার করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, জহর আলি খানকে খুবই ভালোবাসতেন এবং বিশ্বাস করতেন আসিম ৷ সেই কারণেই জহরকে দিয়ে সুদের টাকা আদায় করাতেন ৷ এর জন্য জহরকে একটি বাইকও কিনে দিয়েছিলেন ৷ তাঁর পরিবারের খেয়ালও রাখতেন আসিম খান ৷ তারপরেই মালিক গালাগালি করায় তাঁকে খুনের ঘটনা মেনে নিতে পারছে না অভিযুক্ত জহরের পরিবার ৷
বেনাচিতিতে কাবুলিওয়ালা খুনে গ্রেফতার রাঁধুনি জহর আলি শেখ আরও পড়ুন:কাবুলিওয়ালা খুনের নেপথ্যে কি রাঁধুনী না অন্য কেউ?
প্রসঙ্গত, এই ঘটনা সামনে আসার পর শুক্রবার জহরের পরিবারের তরফে খুনে তাঁর জড়িয়ে থাকার কথা মানতে চাওয়া হয়নি ৷ তবে, এদিন জহর আলি গ্রেফতার হওয়ার পর, পুলিশের কাছে তিনি খুনের কথা স্বীকার করেছেন ৷ যার পরে জহরের পরিবারের তরফে জানানো হয়েছে, তিনি অপরাধ করে থাকলে যথাযথ শাস্তি পাবেন ৷