রানিগঞ্জ, ৩০ মার্চ : বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষের পর এবার গাড়িতে লাগানো স্টিকার নিয়ে বিতর্কে জড়ালেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুনমুন সেন।
গাড়িতে MP স্টিকার থাকায় বিতর্কে মুনমুন সেন - election code of conduct
গাড়িতে লাগানো স্টিকার নিয়ে বিতর্কে জড়ালেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুনমুন সেন।
s
আজ রানিগঞ্জে জে কে নগর কমিউনিটি হলে কর্মিসভায় যোগ দিতে যান মুনমুন। তিনি যে গাড়িতে চেপে কর্মিসভায় এসেছিলেন সেটিতে MP স্টিকার লাগানো ছিল। যা নিয়ে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা।
ইতিমধ্যে নির্বাচন কমিশনারের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেছে বিরোধীরা।