কুলটি, 11 অক্টোবর:সাতসকালেএক ঠিকাদারকে গুলিতে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা । ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার চিনাকুড়িতে ৷ আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে ওই ঠিকাদারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা । ওই ঠিকাদারের নাম শম্ভুনাথ মিশ্র (55) । কেন এই ঘটনা, তা নিয়ে ধন্দে রয়েছে পরিবার এবং পুলিশ । আসানসোলের কুলটির চিনাকুড়ি 3 নম্বর এলাকার বাসিন্দা ছিলেন শম্ভুনাথ । তাঁর নিজস্ব ব্যবসা ছিল বলে পারিবারিক সূত্রে খবর । পাশাপাশি তিনি বিভিন্ন সংস্থায় ঠিকাদারের কাজ করতেন ।
জানা গিয়েছে, প্রতিদিনই সকাল সাতটার সময় বাড়ি থেকে বেরোতেন শম্ভুনাথ । সেইমতো বুধবার সকালেও তিনি বাড়ি থেকে বেরিয়ে ছিলেন । বাড়ির খুব সামনে একটি চা দোকানে তিনি দাঁড়িয়ে চা খাচ্ছিলেন । প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে, ওই চা দোকানেই বাইক নিয়ে দুই দুষ্কৃতী আসে এবং পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে তাঁকে পরপর গুলি করা হয় । প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় 6 রাউন্ড গুলি চালানো হয়েছে । ঘটনার খবর পেয়েই কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ সেখানে এসে গুলিবিদ্ধ শম্ভুনাথ মিশ্রকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় । কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।