পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পেট্রল-ডিজ়েলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গোরুর গাড়ি নিয়ে মিছিল কংগ্রেসের - গরুর গাড়ি নিয়ে প্রতিবাদ দুর্গাপুরে

পেট্রল-ডিজ়েলের দাম বাড়ার প্রতিবাদে আজ গোরুর গাড়ি নিয়ে মিছিল করে বিক্ষোভ দেখাল কংগ্রেস । আগেকার দিনে পেট্রল-ডিজ়েলে চলা যানবাহন ছিল না । মানুষ গোরুর গাড়ি চড়ে যাতায়াত করত । বর্তমানে পেট্রল-ডিজ়েলের দাম যেভাবে বেড়েছে , তাতে ফের গোরুর গাড়ি করে মানুষকে যাতায়াত শুরু করতে হবে ৷ বলেন বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা ৷

Durgapur
দুর্গাপুর

By

Published : Jun 27, 2020, 4:59 PM IST

দুর্গাপুর , 27 জুন : টানা 21 দিন । বেড়েই চলেছে পেট্রল-ডিজ়েলের দাম । এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কাঁকসার রাজবাঁধ চৌমাথা মোড় থেকে রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থার গেট পর্যন্ত গোরুর গাড়ি নিয়ে বিক্ষোভ মিছিল করা হয় । মিছিল শেষে ভারত পেট্রোলিয়ামের সামনে বিক্ষোভ সভা করেন কংগ্রেস কর্মীরা ।

BJP সরকারের ব্যর্থতায় পেট্রল , ডিজ়েল-সহ সমস্ত পেট্রোপণ্য়ের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটেছে । এই অভিযোগ তুলেছে কংগ্রেস । এই প্রসঙ্গে কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী বলেন , "আপনারা দেখেছেন কেন্দ্রে মোদি সরকার আসার পর যেভাবে পেট্রল-ডিজ়েলের দাম বাড়ছে , তাতে সাধারণ মানুষ অসুবিধেয় পড়েছে । এখন তো পেট্রলের থেকে ডিজ়েলের দাম বেড়ে গেছে । সারা পৃথিবীজুড়ে যখন পেট্রোলিয়াম পণ্যের দাম কমেছে , তখন অপদার্থ , বেনিয়া মোদি সরকার কর চাপিয়ে চাপিয়ে মানুষকে দুর্বিষহ জীবনের দিকে ঠেলে দিয়েছে । "

তবে গোরুর গাড়ি করে প্রতিবাদ জানানোর কারণ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী বলেন , "ভারতবর্ষ উন্নয়নের জায়গায় আমরা 100 বছর পিছিয়ে গেছি । তখনকার মানুষ যেভাবে যাতায়াত করতেন, গরুর গাড়ি বা মোষের গাড়ি করে , আজ আমরা ওই পন্থা অবলম্বন করে পেট্রল-ডিজ়েলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছি । যেভাবে নিত্যদিন পেট্রল-ডিজ়েলের দাম বাড়ছে তাতে গোরুর গাড়ি মানুষের যাতায়াতের সহজ উপায় হয়ে উঠতে পারে । "

কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তীর বক্তব্য

উল্লেখ্য , 21 দিনে ডিজ়েলের দাম বেড়েছে সবচেয়ে বেশি । পেট্রলের দাম বেড়ছে 8 টাকা 75 পয়সা, ডিজ়েলের দাম 9 টাকা 90 পয়সা । আজ কলকাতায় পেট্রলের দাম বেড়েছে লিটার প্রতি 24 পয়সা । ডিজ়েলের দাম বেড়েছে লিটার প্রতি 19 পয়সা ।

ABOUT THE AUTHOR

...view details