আসানসোল, 6 জানুয়ারি: পৌরনিগমের ভোটের (Asansol Municipal Election) প্রচারের দেওয়াল লিখন ঘিরে বিভ্রাট আসানসোলে ৷ কংগ্রেস প্রার্থীর দেওয়াল লিখনে লেখা হল "পদ্ম ছাপে ভোট দিন''। ঘটনা আসানসোল পৌরনিগমের 29 নম্বর ওয়ার্ডের ।
ওই ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী মহম্মদ শাহাবুদ্দিন সমর্থনে যে দেওয়ালে লেখা হয়েছে, তাতে কংগ্রেসের হাত চিহ্ন থাকলেও দেওয়ালে লেখা হয়েছে "পদ্ম ছাপে ভোট দিন"। বিষয়টি নিয়ে এলাকায় জল্পনা ছড়িয়েছে ৷ শিল্পীর ভুল নাকি বিভ্রান্তি ছড়াতে ইচ্ছাকৃত ভাবে কেউ এমন কাজ করেছে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক । গত পরশু থেকেই দলীয় প্রার্থী মহম্মদ শাহবুদ্দিন ওরফে রাজুর সমর্থনে এলাকায় দেওয়াল লেখার কাজ শুরু করেছেন কংগ্রেস কর্মীরা ৷ কিন্তু বৃহস্পতিবার সকালে দেখা যায় 29 নম্বর ওয়ার্ডের অন্তর্গত একটি এলাকার দেওয়ালে কংগ্রেস প্রার্থী হিসেবে শাহবুদ্দিনের নাম, হাত চিহ্নের ছবি আঁকা থাকলেও লেখা আছে শাহবুদ্দিনকে পদ্ম ছাপে ভোট দিন ।