গ্রেফতার কংগ্রেস প্রার্থী দুর্গাপুর, 16 জুন: দুর্নীতিতে নাম জড়ালো পঞ্চায়েত নির্বাচনের কংগ্রেস প্রার্থীর ! কাঁকসার মাধবমাঠের 64 নম্বর বুথের কংগ্রেস প্রার্থী হিসেবে লড়বেন শেখ সাহেব ৷ তাঁর বিরুদ্ধে জ্বালানি-খনিজ তেল তথা পেট্রল-ডিজেল পাচারের অভিযোগ উঠল ৷ বৃহস্পতিবারই তাঁকে গ্রেফতার করেছে কাঁকসা থানার পুলিশ ৷ আজ অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে । এই তেল পাচারের সঙ্গে কেউ জড়িত কি না সেই বিষয়ে তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ ।
সূত্রের খবর, কাঁকসার রাজবাঁধে বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ব জ্বালানি খনিজ তেলের টার্মিনাল রয়েছে । সেখান থেকে জ্বালানি তেল চুরির অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে ৷ অভিযোগ, একটি চক্র এখানে পেট্রল ও ডিজেল বোঝায় ট্যাংকার থেকে তেল চুরি করে ৷ সেই তেল বিভিন্ন জায়গায় চড়া দামে বিক্রি করে ৷ এবার এই কাজে জড়িত থাকার অভিযোগ কংগ্রেস প্রার্থী শেখ সাহেবের ৷
বৃহস্পতিবার রাতে কাঁকসার মাধবমাঠের 64 নম্বর বুথের কংগ্রেস মনোনীত প্রার্থী শেখ সাহেব পিকআপ ভ্যানে করে বেশ কয়েকটি জারিকেন ভরতি পেট্রল, ডিজেল পাচার করছিলেন বলে অভিযোগ । তখনই কাঁকসা থানার পুলিশ কংগ্রেস প্রার্থী শেখ সাহেবকে হাতেনাতে ধরে ফেলে । বাজেয়াপ্ত করা হয় পিকআপ ভ্যান-সহ জারিকেন ভর্তি পেট্রল ও ডিজেল । এই ঘটনার প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে ৷
আরও পড়ুন:বিনা প্রতিদ্বন্দ্বিতায় বারাবনির 3টি পঞ্চায়েত দখল তৃণমূলের
এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুক্রবার সকাল থেকে কাঁকসা জুড়ে শোরগোল শুরু হয়েছে । গ্রেফতারির নেপথ্যে ষড়যন্ত্র আছে অভিযোগ করেছেন কাঁকসা ব্লকের কংগ্রেসের কার্যকরী সভাপতি মোজাম্মেল হক । এ প্রসঙ্গে কাঁকসা ব্লকের তৃণমূল সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, "মানুষ বিরোধীদের পাশে নেই । ওরা চুরির সঙ্গে যুক্ত । এটাই আরও একবার প্রমাণিত । আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরোধিতা করার জন্য কোনও প্রার্থী খুঁজে না পাওয়ার কারণে এরা চোর, ডাকাত যাদের পেয়েছে তাদেরকেই প্রার্থী করে দিয়েছে । এই ঘটনা তারই প্রমাণ ।"