পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anubrata Delhi Journey Updates: শুনশান জেল চত্বর, সক্রিয়তা নেই, ধোঁয়াশা কেষ্ট'র দিল্লি যাত্রা নিয়ে - অনুব্রত

অনুব্রত'র (Anubrata Mondal) দিল্লি যাত্রা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে ৷ অনুমান করা হচ্ছিল আজই অনুব্রত মণ্ডলকে নিয়ে কলকাতা রওনা দেবেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা। তবে বেলা বাড়লেও শুনশান জেল চত্বর, সক্রিয়তা নেই ৷ পুলিশ কিংবা জেল সূত্র থেকেও কিছুই জানা যাচ্ছে না। তাই অনুব্রত'র দিল্লি যাত্রা নিয়ে ফের তৈরি হল ধোঁয়াশা ৷

Anubrata Delhi Journey Update
ধোঁয়াশা কেষ্টর দিল্লি যাত্রা নিয়ে

By

Published : Mar 5, 2023, 2:25 PM IST

আসানসোল, 5 মার্চ:শনিবার কলকাতা হাইকোর্টের রায়ের পর অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা একপ্রকার চূড়ান্ত (Anubrata Mondal Delhi Journey)। অনুমান করা হচ্ছিল রবিবার সকাল সকাল তাঁকে নিয়ে কলকাতা রওনা দেবেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা। কিন্তু কোথায় কী? বেলা গড়ালেও শুনশান আসানসোল সংশোধনাগার চত্বর। একটি পুলিশ কর্মীরও দেখা মেলেনি। আর তাই অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা কখন তা নিয়ে আবারও ধোঁয়াশা দেখা দিয়েছে। পুলিশ কিংবা জেল সূত্র থেকে কিছুই জানা যাচ্ছে না।

গরু পাচার মামলায় ইডি হেফাজতে নিতে চায় অনুব্রত মণ্ডলকে। সেই কারণে দিল্লির রাউস অ্যাভনিউ কোর্টে সমন জারি হয়েছে। আসানসোল সিবিআই আদালতও অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষকে। সায়গল হোসেনকে ইডি হেফাজতে নেওয়ার সময় যে পদ্ধতিতে নিয়ে যাওয়া হয়েছিল, অর্থাৎ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দায়িত্বে সায়গলকে পৌঁছনো হয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে। একইভাবে অনুব্রত মণ্ডলকেও নিয়ে যাওয়া হবে। শনিবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে কলকাতায় কোনও কেন্দ্রীয় হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে হবে।

শনিবার এই রায় বেরলেও রবিবার অনুব্রতকে দিল্লি রওনা দেওয়ার ব্যাপারে কোনও তৎপরতা দেখা গেল না। ইডি আসানসোল সংশোধনাগারকে শনিবার চিঠি পাঠিয়েছে। আসানসোল সংশোধনাগারের পক্ষ থেকেও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য পুলিশি সুরক্ষার জন্য ফোর্স চেয়ে আবেদন করা হয়েছে। কিন্তু পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি এখনও। কেন এই বিলম্ব? পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হচ্ছে না।

আরও পড়ুন:দিল্লি নিয়ে গিয়ে অনুব্রতর চিকিৎসা করাতে চায় ইডি, স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট

এমনিতে অনুব্রতকে আসানসোল সংশোধনাগার থেকে হাসপাতাল বা সিবিআই আদালতে নিয়ে যাওয়ার দিন অনেক আগে থেকেই পুলিশে ছয়লাপ হয়ে যায়। কিন্তু রবিবার সকাল থেকে বেলা গড়ালেও শুনশান থাকল আসানসোল সংশোধনাগার চত্বর। কখন নিয়ে যাওয়া হবে অনুব্রতকে? তা নিয়ে ধোঁয়াশা বাড়ছেই। রাজনৈতিক জল্পনা তবে কি রবিবার দিনটি এভাবেই কাটিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে? সোমবার সুপ্রিম কোর্টে আরও একবার শেষ চেষ্টা করবেন অনুব্রত, দিল্লি যাওয়া আটকাতে? জল্পনা আসানসোলের আকাশে-বাতাসে।

ABOUT THE AUTHOR

...view details