দুর্গাপুর, 5 জুন : এলাকায় পুলিশের মদতে ঢালাও মদ বিক্রি চলছে এই অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হল দুর্গাপুর ইস্পাত নগরীর এডিসন সংলগ্ন জেসি বোস বস্তি এলাকা । শুক্রবার রাতে দুই পাড়ার সংঘর্ষে চলল ইটবৃষ্টি । আহত দুই পক্ষের বেশ কয়েকজন, এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । ইটের আঘাতে গুরুতর জখম হয়েছেন তিন পুলিশ কর্মী ৷ তাঁদের দুর্গাপুর ইস্পাত কারখানা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
স্থানীয়দের অভিযোগ, এলাকায় কিছু যুবক দেদার মদের ব্যবসা করছে, এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে ৷ এই ঘটনার প্রতিবাদ করায় তাদের উপর চড়াও হয় দুষ্কৃতীরা ৷ এতে পুলিশের মদত রয়েছে ৷ তাঁরা জানিয়েছেন, পুলিশ ওদের হয়েই কথা বলছে ।
আরও পড়ুন : বিজেপি করার শাস্তি ; গাছে বেঁধে মারধর, কান ধরে ওঠবোস
এছাড়া আরেক পক্ষের অভিযোগ, স্থানীয় এক তৃণমূল সমর্থক একটি বোলেরো গাড়ি নিয়ে আসার সময় জোরে ব্রেক কষে ৷ তাতে গাড়িটিকে পুলিশের গাড়ি হিসেবে সন্দেহ হয় ৷ পাড়ায় ঢোকার পর তার উপর চড়াও হয় স্থানীয়রা ৷ কাছেই একটি ক্লাব থেকে সেই ছেলেটিকে বাঁচাতে গেলে, দু'পক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে যায় ৷ আর স্থানীয় তৃণমূল কর্মী প্রকাশ মণ্ডলের দাবি এটা তৃণমূল-বিজেপি রাজনৈতিক সংঘর্ষ নয় ৷
অগ্নিগর্ভ হল জেসি বোস বস্তি এলাকা দুই পক্ষের সংঘর্ষের জেরে ইস্পাত নগরীর বিজানের এডিসন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে, বিশাল পুলিশ বাহিনী আসে ঘটনাস্থলে, দুই পক্ষের ইটবৃষ্টির সময় পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে নামানো হয় কমব্যাট ফোর্স । নতুন করে অশান্তি এড়াতে প্রচুর পুলিশ মোতায়ন রয়েছে দুর্গাপুর থানার অন্তর্গত বিজোনের জেসি বোস বস্তি এলাকায় ৷