পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলিশের অত্যাচারের বিরুদ্ধে স্মারকলিপি গ্রামের বাসিন্দাদের, আটক 12 - Jamuria police fari

আজ সকালে জামুড়িয়া থানার ডোবরানা গ্রামের কয়েকজন বাসিন্দা কেন্দা ফাঁড়িতে পুলিশের অত্যাচারের বিরুদ্ধে স্মারকলিপি জমা দিতে আসেন । সেখানে তাঁদের সঙ্গে পুলিশের প্রথমে বচসা বাধে । এরপর পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ঘটনাস্থান থেকে সরিয়ে দেয় ।

পুলিশের অত্যাচারের বিরুদ্ধে স্মারকলিপি গ্রামের বাসিন্দাদের

By

Published : Sep 1, 2019, 5:07 PM IST

Updated : Sep 1, 2019, 5:16 PM IST

জামুড়িয়া, 1 সেপ্টেম্বর : পুলিশের অত্যাচারের বিরুদ্ধে স্মারকলিপি দেওয়াকে কেন্দ্র করে বচসা বাধল পুলিশের সঙ্গে গ্রামের বাসিন্দাদের । ঘটনাটি জামুড়িয়ার কেন্দা ফাঁড়ির । অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করে । এই ঘটনায় 12 জনকে আটক করেছে জামুড়িয়া থানার পুলিশ ।

আজ সকালে জামুড়িয়া থানার ডোবরানা গ্রামের কয়েকজন বাসিন্দা কেন্দা ফাঁড়িতে পুলিশের অত্যাচারের বিরুদ্ধে স্মারকলিপি জমা দিতে আসেন । সেখানে তাঁদের সঙ্গে পুলিশের প্রথমে বচসা বাধে । এরপর পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ঘটনাস্থান থেকে সরিয়ে দেয় ।

দেখুন ভিডিয়ো

বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ গ্রামের কয়েকজন যুবককে নামে মিথ্যা মামলা দিচ্ছে । গভীর রাতে পুলিশ যুবকদের বাড়িতে গিয়ে অত্যাচার চালাচ্ছে । বিক্ষোভকারীদের একজন বলেন, "আমরা আজ পুলিশের কাছে জানতে এসেছিলাম কেন তারা আমাদের পরিবারের উপর এমন অত্যাচার চালাচ্ছে । অভিযোগ কী রয়েছে? পুলিশকে বারবার জিজ্ঞাসা করলেও তারা কিছুই বলতে চাইছে না ।"

পুলিশ জানায়, জামুড়িয়ার বিধায়ক জাহানারা খান কিছুদিন আগে ডোবরানা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী ও তৃণমূল নেতা বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জানিয়েছিলেন । অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে গেলে গ্রামের যুবকেরা বাধা দেয় ।

Last Updated : Sep 1, 2019, 5:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details