আসানসোল, 16 ডিসেম্বর: আসানসোলে বিজেপি নেতৃত্বের আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় (Asansol Stampede) রাজনীতি তুঙ্গে ৷ ইতিমধ্যেই আসরে নেমে বিজেপি নেতাদের তুলোধনা করছেন শাসকদলের নেতারা ৷ পালটা জবাব দিচ্ছে পদ্মশিবিরও ৷ এরই মধ্যেই ঘটনায় আহত এবং মৃতদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হল ক্ষতিপূরণের চেক (Compensation Cheque Distribution) ৷ রাজ্য সরকারের পক্ষ থেকে ঘটনায় মৃত তিনজনের পরিবারকে 2 লক্ষ টাকা করে এবং আহতদের প্রত্যেকের জন্য 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ৷ বৃহস্পতিবার রাতে আসানসোলে (Asansol) মহকুমাশাসকের দফতরে এই চেক বিতরণ করা হয় ৷
স্বজনহারা ও আহতদের নিকটজনদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় ও আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় ৷ সেইসঙ্গে, উপস্থিত ছিলেন দুই ডেপুটি মেয়র ও জেলা শাসক-সহ অন্য সরকারি আধিকারিকরা ৷ প্রসঙ্গত, গত বুধবার সন্ধের কম্বল বিতরণ অনুষ্ঠানে মৃতদের মধ্যে এক বালিকাও ছিল ৷ ঘটনায় গুরুতর জখম আরও ছ'জনের চিকিৎসা চলছে আসানসোল জেলা হাসপাতালে।