পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Asansol Stampede: শুভেন্দুর অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে আহত ও মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ রাজ্য়ের - আসানসোল

আসানসোলের কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় (Asansol Stampede) আহত ও মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিল রাজ্য সরকার ৷ বৃহস্পতিবার রাতে ক্ষতিপূরণের চেক বিতরণ (Compensation Cheque Distribution) করা হল ৷

Compensation Cheque Distribution by state government in Asansol Stampede incident
Asansol Stampede: শুভেন্দুর অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে আহত ও মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ রাজ্য়ের

By

Published : Dec 16, 2022, 1:49 PM IST

পাশে থাকার বার্তা রাজ্য়ের ৷

আসানসোল, 16 ডিসেম্বর: আসানসোলে বিজেপি নেতৃত্বের আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় (Asansol Stampede) রাজনীতি তুঙ্গে ৷ ইতিমধ্যেই আসরে নেমে বিজেপি নেতাদের তুলোধনা করছেন শাসকদলের নেতারা ৷ পালটা জবাব দিচ্ছে পদ্মশিবিরও ৷ এরই মধ্যেই ঘটনায় আহত এবং মৃতদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হল ক্ষতিপূরণের চেক (Compensation Cheque Distribution) ৷ রাজ্য সরকারের পক্ষ থেকে ঘটনায় মৃত তিনজনের পরিবারকে 2 লক্ষ টাকা করে এবং আহতদের প্রত্যেকের জন্য 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ৷ বৃহস্পতিবার রাতে আসানসোলে (Asansol) মহকুমাশাসকের দফতরে এই চেক বিতরণ করা হয় ৷

স্বজনহারা ও আহতদের নিকটজনদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় ও আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় ৷ সেইসঙ্গে, উপস্থিত ছিলেন দুই ডেপুটি মেয়র ও জেলা শাসক-সহ অন্য সরকারি আধিকারিকরা ৷ প্রসঙ্গত, গত বুধবার সন্ধের কম্বল বিতরণ অনুষ্ঠানে মৃতদের মধ্যে এক বালিকাও ছিল ৷ ঘটনায় গুরুতর জখম আরও ছ'জনের চিকিৎসা চলছে আসানসোল জেলা হাসপাতালে।

আরও পড়ুন:কম্বল নিতে গিয়ে পদপিষ্ট প্রীতির দেহ এল গ্রামে, কান্নায় ভেঙে পড়ল এলাকা

চেক বিতরণের পর রাজ্য়ের মন্ত্রী চন্দ্রনাথ নাথ সিনহা নাম না-করে গেরুয়াশিবিরকে আক্রমণ করেন ৷ তিনি বলেন, "যা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা ৷ ওঁরা মিটিং করে লোক পান না ৷ তাই কম্বল বিতরণের লোভ দেখিয়ে মানুষকে জড়ো করতে চেয়েছিলেন ৷ মানুষের মন কাড়তে গিয়ে ছোট জায়গায় কম্বল বিতরণের আয়োজন করেছিলেন ওঁরা ৷ তার ফলেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ৷ যেভাবে ওঁরা বাংলার মানুষকে নিয়ে ছিনিমিনি খেলছেন, একবার মানুষ এর জবাব দিয়েছে, ভবিষ্যতেও দেবে ৷"

অন্যদিকে জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ, এই ঘটনা নিয়ে অযথা রাজনীতি করার চেষ্টা করছে শাসকদল ৷ তিনি বলেন, "রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী দলকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার একটা চেষ্টা থাকে ৷ এখানে একটা দুর্ঘটনা ঘটেছে ৷ তাতে তিনজনের প্রাণ গিয়েছে ৷ এই ঘটনা কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷ আমার মনে হয় না, এটা ঠিক কাজ ৷ তবে এটা তাঁদের সিদ্ধান্ত ৷ ইচ্ছা হলে তাঁরা রাজনীতি করতেই পারেন ৷ করুন ৷ আমাদের এটা নিয়ে রাজনীতি করার নেই ৷"

ABOUT THE AUTHOR

...view details