দুর্গাপুর, 13 এপ্রিল : রামনবমীকে কেন্দ্র করে সম্প্রীতির মধুর ছবি দেখা গেল খনি অঞ্চল পাণ্ডবেশ্বরের কুমারডিহিতে। শেখ সৈয়দরাও মেতে উঠলেন রামনবমীর পুজোয়। কুমারডিহি OCP কলোনি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির নজির রাখল হনুমান মন্দির কমিটি। বিগত ছয় বছর ধরে মন্দিরে রামনবমী পালন করে আসছে তারা। কমিটির সাথে যুক্ত প্রায় সব ধর্মের মানুষ। শেখ সৈয়দও কমিটির অঙ্গ।
পাণ্ডবেশ্বরে কাঁধে কাঁধ মিলিয়ে রামনবমী পালন ভজন, সৈয়দদের - muslim
কুমারডিহি OCP কলোনি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির নজির রাখল হনুমান মন্দির কমিটি। বিগত ছয় বছর ধরে মন্দিরে রামনবমী পালন করে আসছে তারা। কমিটির সাথে যুক্ত সব ধর্মের মানুষ। শেখ সৈয়দও কমিটির অঙ্গ।
সৈয়দ
মন্দির কমিটির সদস্য শেখ সৈয়দ বলেন, "এই পুজোর সাথে যুক্ত হয়ে ভীষণ আনন্দ করি। ধর্ম, জাতির বাধা এখানে মানা হয় না। সকলে একসাথে এই পুজোয় অংশগ্রহণ করি।"