পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 13, 2019, 9:38 PM IST

ETV Bharat / state

পাণ্ডবেশ্বরে কাঁধে কাঁধ মিলিয়ে রামনবমী পালন ভজন, সৈয়দদের

কুমারডিহি OCP কলোনি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির নজির রাখল হনুমান মন্দির কমিটি। বিগত ছয় বছর ধরে মন্দিরে রামনবমী পালন করে আসছে তারা। কমিটির সাথে যুক্ত সব ধর্মের মানুষ। শেখ সৈয়দও কমিটির অঙ্গ।

সৈয়দ

দুর্গাপুর, 13 এপ্রিল : রামনবমীকে কেন্দ্র করে সম্প্রীতির মধুর ছবি দেখা গেল খনি অঞ্চল পাণ্ডবেশ্বরের কুমারডিহিতে। শেখ সৈয়দরাও মেতে উঠলেন রামনবমীর পুজোয়। কুমারডিহি OCP কলোনি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির নজির রাখল হনুমান মন্দির কমিটি। বিগত ছয় বছর ধরে মন্দিরে রামনবমী পালন করে আসছে তারা। কমিটির সাথে যুক্ত প্রায় সব ধর্মের মানুষ। শেখ সৈয়দও কমিটির অঙ্গ।

মন্দিরের পুরোহিত ভজন চক্রবর্তী
মন্দিরের পুরোহিত ভজন চক্রবর্তী বলেন, "সব ধর্মের ছেলেরাই এই পুজোয় অংশগ্রহণ করে। এখানে জাতি ধর্ম নির্বিশেষে পুজো হয়। পুজোর খরচ ওঠে দান-দক্ষিণা থেকেই। এই ভাবেই দীর্ঘ 6 বছর মন্দিরে পুজো চলে আসছে।"

মন্দির কমিটির সদস্য শেখ সৈয়দ বলেন, "এই পুজোর সাথে যুক্ত হয়ে ভীষণ আনন্দ করি। ধর্ম, জাতির বাধা এখানে মানা হয় না। সকলে একসাথে এই পুজোয় অংশগ্রহণ করি।"

ABOUT THE AUTHOR

...view details