দুর্গাপুর, 2 এপ্রিল : অন্ডালের কাজড়া এলাকার কাজোড়া কোলিয়ারির উৎপাদন বন্ধ করল শ্রমিকরা ৷ অভিযোগ, কোরোনা সংক্রমন রুখতে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের পক্ষ থেকে খনি শ্রমিকদের সুরক্ষার জন্য কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি ৷ সেকারণেই উৎপাদনের কাজ বন্ধ করল শ্রমিক সংগঠন HMS ।
কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে কেন্দ্র ও রাজ্য সরকার সাধারণ মানুষকে সচেতন হতে বারবার আবেদন করেছেন । লকডাউন ঘোষণা করে সবাইকে অযথা বাইরে না গিয়ে ঘরে থাকতে বলেছেন । তারপরও জরুরি কাজের সাথে যুক্ত ইসিএল কর্মীরা তাঁদের কাজ করে চলেছেন ৷ জীবনের ঝুঁকি নিয়ে চালাচ্ছেন কয়লা উৎপাদন । কোলিয়ারির শ্রমিকদের জন্য বিন্দুমাত্র সচেতনতামূলক পদক্ষেপ করতে দেখা যায়নি খনি কর্তৃপক্ষকে ৷