জামুড়িয়া, 12 সেপ্টেম্বর:এ যেন হিন্দি সিনেমা পুষ্পা দ্য রাইজ (Pushpa) । ওই সিনেমায় দুধের কন্টেনার করে চন্দন কাঠ পাচার করা হচ্ছিল । এবার জামুড়িয়ায় নাকা চেকিং এর সময় দুধের কন্টেনার এর ভেতরে ধরা পড়ল বস্তা বস্তা কয়লা । রানিগঞ্জ যাওয়ার রাস্তায় বীজপুরে নাকা চেকিং এর সময় ধরা পরে এই কয়লা বোঝাই দুধের কন্টেনারটি (Coal smuggling in movie style) । ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে ।
একদিকে যখন বেআইনি কয়লা পাচার নিয়ে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা দেখা গিয়েছে ৷ সজাগ হয়েছে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডিও । একের পর এক ইসিএল আধিকারিক থেকে শুরু করে কয়লা মাফিয়ারা ধরা পড়ছে । অন্যদিকে কয়লা পাচার বন্ধ হচ্ছে কি, তা নিয়ে উঠছে প্রশ্ন ৷
জানা গিয়েছে, কয়েকদিন ধরেই জামুড়িয়া থানা এলাকায় কয়লা পাচার হচ্ছে বলে পুলিশের কাছে অভিযোগ আসছিল ৷ পুলিশ সেই মতো নাকা চেকিয়ে তৎপর হয়ে উঠেছিল । গতকাল সন্ধ্যায় জামুড়িয়ার রানিগঞ্জের রাস্তায় বিজপুরে নাকা চেকিং চলাকালীন দুধের একটি কন্টেনারকে আটকায় পুলিশ । গাড়ি এবং কাগজপত্র পরীক্ষা করতে গেলে পুলিশের চোখ কপালে ওঠে । দুধের কন্টেইনারের ভিতরে বোঝাই করা রয়েছে বস্তা বস্তা কয়লা (coal smuggling in milk container at Jamuria in style of Pushpa movie) । এরপরেই পুলিশ এই ঘটনায় একজনকে গ্রেফতার করে ।
পুষ্পা সিনেমার কায়দায় দুধের কন্টেনারে কয়লা পাচার জামুড়িয়ায় আরও পড়ুন:ইসিএল কর্তাদের টাকা নেওয়ার ভাউচারে সাংকেতিক চিহ্ন! কোড ডিকোডি'এ মিলবে তথ্য, আশা সিবিআিইয়ের
কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই কয়লা, তা জানতে উৎসুক পুলিশ ৷ শুধু তাই নয়, ওই অঞ্চলে কোন কোন এলাকায় বেআইনি কয়লার কারবার এখনও চলছে, তা জানতেও তদন্ত শুরু করেছে জামুড়িয়া থানার পুলিশ ।