পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Coal Minister in Durgapur: 2025-এর মধ্যে কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা পুরণ হবে, দুর্গাপুরে বললেন কয়লামন্ত্রী - দুর্গাপুরে কয়লামন্ত্রী

2025 সালের মধ্যে কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা পুরণ হয়ে যাবে (Coal Minister in Durgapur)৷ দুর্গাপুরে এসে বললেন কয়লামন্ত্রী প্রহ্লাদ জোশি (Pralhad Joshi)৷

Coal production target to be met by 2025, Pralhad Joshi says in Durgapur
2025-এর মধ্যে কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা পুরণ হবে, দুর্গাপুরে বললেন কয়লামন্ত্রী

By

Published : Nov 23, 2022, 7:55 PM IST

দুর্গাপুর, 23 নভেম্বর:ইসিএল-এর খনি পরিদর্শন ও খনির ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তৈরি করতে বুধবার দুর্গাপুরে এলেন কয়লামন্ত্রী প্রহ্লাদ জোশি (Pralhad Joshi)। বুধবার বিকেল চারটে দশ মিনিটে দিল্লি থেকে বিমানে অন্ডাল বিমানবন্দরে নামেন তিনি (Coal Minister in Durgapur)। তারপর সড়কপথে পৌঁছন দুর্গাপুরে (Pralhad Joshi in Durgapur)। সেখানে কয়লা মন্ত্রী রাত্রিবাস করবেন বলে জানা গিয়েছে ।

এ দিন বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কয়লামন্ত্রী প্রহ্লাদ জোশি জানান, খনি পরিদর্শনের পাশাপাশি কয়লা খনির ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তৈরি করাও এই সফরের উদ্দেশ্য । কয়লা খনিতে বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, খনির জন্য জমির প্রয়োজন ৷ যে রকম জমি পাওয়া যাবে সেই পরিমাণ বিনিয়োগ আসবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী । 2025 সালের মধ্যে কয়লার উৎপাদনের লক্ষ্যমাত্রা (Coal production) পূরণ হয়ে যাবে বলেও জানিয়েছেন প্রহ্লাদ জোশি ৷

আরও পড়ুন:কয়লা সঙ্কট নিয়ে দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক শাহের

বৃহস্পতিবার সোনপুর বাজারি ও ঝাঁঝরা প্রজেক্ট পরিদর্শন কর্মসূচি রয়েছে কয়লামন্ত্রীর । সকাল দশটা নাগাদ প্রথমে সোনপুর বাজারি পৌঁছবেন প্রহ্লাদ জোশি । ভিউ পয়েন্ট থেকে প্রজেক্ট পরিদর্শন করবেন তিনি । সেখান থেকে তিনি ঝাঁঝরা প্রজেক্টে যাবেন বলে সূত্রের খবর । কয়লামন্ত্রীর এই সফর কয়লা খনির ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মত ওয়াকিবহাল মহলের ।

ABOUT THE AUTHOR

...view details