আসানসোল, 9 মে : আরটি-পিসিআর টেস্ট করতে মর্জি মাফিক টাকা চাইছিল ডায়গনস্টিক সেন্টারগুলি । সেই খবর ইটিভি ভারতে প্রকাশিত হয়। জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক আমাদের প্রতিনিধিকে জানিয়েছিলেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে । এরপরই আসানসোলের একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার নির্দেশ দিল জেলা প্রশাসন । অভিযোগ ওই ডায়াগনস্টিক সেন্টার আরটি-পিসিআর টেস্ট করতে 2 হাজার থেকে 2 হাজার 200 টাকা করে রোগীদের কাছে নিচ্ছিল ।
করোনা আক্রান্ত কি না তা জানতে আরটি-পিসিআর টেস্ট করা বাধ্যতামূলক । এই টেস্টের মাধ্যমে জানা যায় রোগী করোনায় আক্রান্ত হয়েছে কি না । সরকারি হাসপাতালে এই টেস্ট বিনামূল্যে হলেও সেখানে এত লাইন পড়ছে যে মানুষজন প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এই টেস্ট করানোর জন্য দৌড়াচ্ছে ।
সরকারি নিয়ম অনুযায়ী মেশিন দ্বারা এই পরীক্ষা হলে 1 হাজার 200 টাকা এবং মেশিন ছাড়া যদি টেস্ট হয় তাহলে সাড়ে 9 শো টাকা ডায়াগনস্টিক সেন্টারগুলি নিতে পারে । কিন্তু ডায়াগনস্টিক সেন্টারগুলি টেস্ট করতে কেউ 1 হাজার 500 টাকা, কেউ ২ হাজার টাকা কেউবা আবার 2 হাজার 200 টাকা পর্যন্ত নিচ্ছিল । এই খবর প্রকাশ হওয়ার পরই নড়েচড়ে বসে জেলা প্রশাসন । অভিযান চালানো হয় বিভিন্ন সেন্টারে ৷