দুর্গাপুর, 24 জানুয়ারি : বর্জ্য মিশ্রিত জলকে পরিশোধন করে চাষের জমিতে ব্যবহারের জন্য এক নতুন যন্ত্র তৈরি করেছে দুর্গাপুরের কেন্দ্রীয় সংস্থা সিএমইআরআই । গ্রিন ট্রাইবুনালের এক সাম্প্রতিক নির্দেশিকায় বলা হয়, চাষের জমিতে বর্জ্য পদর্থ মিশ্রিত জল ব্যবহারের ফলে উৎপাদিত শাকসবজিতে প্রচুর ব্যাকটেরিয়া থেকে যায় । যা মানবদেহের পক্ষে ক্ষতিকারক । এই সমস্যার সমাধান করতেই সিএমইআরআই-এর বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন "অ্যাকোয়া রেজুভেশন ফর ইরিগেশন ইউনিট" ।
বর্জ্য মিশ্রিত অপরিশোধিত জল দিয়ে আর চাষাবাদ নয় । নতুন এই যন্ত্রের সাহায্যে অপরিশোধিত জল পরিশোধন করে তা ব্যবহার করা যাবে শাকসবজি চাষে, এমনটাই জানিয়েছেন সংস্থার কর্তারা । যার ফলে ফসলে থাকবে না কোনও ভাইরাস ও ব্যাকটেরিয়া । সিএমইআরআই-এর কর্তারা জানান, প্রায় সাড়ে ছয় লাখ টাকা খরচ এই যন্ত্র প্রতিস্থাপন করতে । এই যন্ত্রে বসানো পাম্পের ক্ষমতা অনুযায়ী জল পরিশোধন করা যাবে । শহর হোক বা গ্রাম, নর্দমা বাহিত বিভিন্ন ব্যাকটেরিয়া ও ভাইরাস মিশ্রিত অপরিশোধিত জলকে এবার কাজে লাগানো যাবে । এতে জল সংরক্ষণের পাশাপাশি জলের অপচয় বন্ধ করা যাবে বলেও জানান সংস্থার ডিরেক্টর ডক্টর হরিশ হিরানি ।