আসানসোল, 28 জুন: লোকসভা উপনির্বাচনের বিরাট জয়ের পর আসানসোলে এসে শিল্পের জন্য বড় সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার আসানসোল স্টেডিয়ামে সভা করতে এসে মুখ্যমন্ত্রী জানান, রানিগঞ্জে পৃথিবীর অন্যতম বৃহৎ শেল গ্যাসের ভাণ্ডার রয়েছে এবং সেই শেল গ্যাস উত্তোলন করতে গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশন লিমিটেডের সঙ্গে রাজ্য সরকারের চুক্তি হয়েছে । ওই সংস্থা 15 হাজার কোটি টাকা বিনিয়োগ করবে রানিগঞ্জে । এছাড়াও দুর্গাপুর গ্যাস উত্তোলনের জন্য এসআর গ্রুপের সঙ্গে চুক্তি হয়েছে । তারা 7 হাজার কোটি টাকা বিনিয়োগ করবে । মোট 22 হাজার কোটি টাকা বিনিয়োগ হবে শিল্পাঞ্চলে(CM Mamata Banerjee announces 22 thousands crore investment in Asansol Durgapur industrial zone)। যার ফলে প্রভূত উন্নতির পাশাপাশি চাকরি হবে কয়েক হাজার মানুষের ।
এছাড়াও মুখ্যমন্ত্রী এদিন জানান, অন্ডাল বিমাননগরীকে আন্তর্জাতিকমানের করা হচ্ছে । সেখান থেকে এরপর ব্যাংকক-সহ অন্যান্য বিভিন্ন দেশের বিমান পাওয়া যাবে । আসানসোলে ইস্কোর এয়ারস্ট্রিপকেও কেউ রাজ্য সরকার বৃহৎ বানানোর জন্য উদ্যোগী ৷ ইস্কো কর্তৃপক্ষ রাজি হলেই রাজ্য সরকার তাদের সহায়তা করবে । এছাড়াও দুর্গাপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক, রানিগঞ্জ মঙ্গলপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হবে ।