পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Class 12 Girl Student Mysteriously Death : আবাসনের ছাদ থেকে পড়ে দ্বাদশ শ্রেণির ছাত্রীর মৃত্যু - Class 12 Girl Student Mysteriously Death

রানিগঞ্জের 36 নং ওয়ার্ডের শিশু বাগান এলাকার বৃন্দাবন ধাম আবাসনের 4 তলার ছাদ থেকে পড়ে মৃত্যু হল দ্বাদশ শ্রেণির ছাত্রীর (Class 12 Girl Student Mysteriously Death) ৷ ছাত্রীর নাম আস্তা বুচাসিয়া ৷

Class 12 Girl Student Mysteriously Death
আবাসনের ছাদ থেকে পড়ে দ্বাদশ শ্রেণির ছাত্রীর মৃত্যু

By

Published : Apr 21, 2022, 12:16 PM IST

রানিগঞ্জ, 21 এপ্রিল : চারতলা ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল দ্বাদশ শ্রেণির ছাত্রীর(Class 12 Girl Student Mysteriously Death) ৷ ঘটনাটি ঘটে রানিগঞ্জের 36 নং ওয়ার্ডের শিশু বাগান এলাকায় ৷ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷

শিশু বাগান এলাকায় অবস্থিত বৃন্দাবন ধাম নামে বহুতলা আবাসনের চারতলার ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় ওই ছাত্রী । এরপর ওই আবাসনের বাসিন্দারা নজরে আসে গুরুতর আহত অবস্থায় ছাত্রীটিকে পড়ে থাকতে দেখেন। প্রথমে আহত অবস্থায় রানিগঞ্জের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন :বোলপুরে পথ দুর্ঘটনায় ছাত্রীর মৃত্যু, বাসে আগুন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ছাত্রীর নাম আস্তা বুচাসিয়া(18)। রানিগঞ্জের এসকেএস পাবলিক স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী। আবাসনের 4 তলার ছাদে ঘোরাঘুরি করার সময় হঠাৎই পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানিগঞ্জ থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আত্মহত্যা নাকি, খুন তা খতিয়ে দেখছে পুলিশ ৷ কীভাবে চারতলা থেকে ওই স্কুলছাত্রী পড়ে গেল, তা নিয়ে তদন্ত শুরু করেছে রানিগঞ্জ থানার পুলিশ ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details