পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পেট্রল পাম্পে সংঘর্ষ, জখম 3 - Jamuria

জামুড়িয়াতে ফোন-পের মাধ্যমে পেট্রল ভরাকে কেন্দ্র করে সংঘর্ষ । ঘটনায় আহত 3 জন পাম্পের কর্মী ।

পেট্রল পাম্পে সংঘর্ষ

By

Published : Jul 13, 2019, 7:34 PM IST

জামুড়িয়া, 13 জুলাই : ফোন-পের মাধ্যমে পাম্পে পেট্রল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ । ভাঙচুর করা হয় পেট্রল পাম্পের অফিস । পাশাপাশি পেট্রল পাম্প কর্মীদেরও মারধর করা হয় । ঘটনায় জখম হন তিনজন । তাঁদের আসানসোল জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনাটি জামুড়িয়ার নীঘা দামোদর পেট্রল পাম্পের ।

আজ সকাল 6টা নাগাদ চার যুবক 2টি মোটর বাইকে করে পেট্রল ভরার জন্য পাম্পে আসে । বলে, 30 টাকার তেল চাই । ফোন-পের মাধ্যমে পেমেন্ট করবে । কিন্তু, পাম্প কর্মীরা তা দিতে চাননি । বচসা শুরু হয় । পরে তারা পে-টিএমে 30 টাকা দেয় । তখনকার মতো ঝামেলা মিটে যায় । কিছুক্ষণ পর আরও ছ'জনকে নিয়ে পাম্পে ফিরে আসেন যুবকরা । শুরু হয় ভাঙচুর । আটকাতে গেলে মারধর করা হয় পেট্রল পাম্প কর্মীদের । জখম হন তিনজন ।

পেট্রল পাম্প মালিক বিশ্বজিৎ ঘোষাল বলেন, "সকালে ওরা হামলা চালায় । ঘটনার CCTV ফুটেজও আছে । অভিযুক্তরা টাকা লুটের চেষ্টা করে । পরে স্থানীয়রা এসে তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয় ।"

জামুড়িয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । ইতিমধ্যে আটক দু'জন । বাকিরা পলাতক ।

ABOUT THE AUTHOR

...view details