পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"চল থানার টেবিলগুলি মুছে দিবি", শিশুকে ডেকে নিয়ে যৌন নির্যাতন - civic volunteer arrested

লোভন দেখিয়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ঘটনাটি দুর্গাপুর ইস্পাত কারখানার এক বন্ধ স্বাস্থ্যকেন্দ্রে ঘটে।

s

By

Published : Apr 2, 2019, 11:54 PM IST

দুর্গাপুর, ২ এপ্রিল : "চল থানার টেবিলগুলো মুছে দিবি। তোকে ২০০ টাকা দেব।" এমনই প্রলোভন দেখিয়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ঘটনাটি দুর্গাপুর ইস্পাত কারখানার এক বন্ধ স্বাস্থ্যকেন্দ্রে ঘটে। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নাম সেখ আজ়ম। তার বিরুদ্ধে আজ রাতে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছে নির্যাতিত শিশুর পরিবার।

দুর্গাপুর থানার কুড়ুরিয়া ডাঙা এলাকায় বাড়ি ২২ বছরের সিভিক ভলান্টিয়ার সেখ আজ়মের। বর্তমানে সে ফুলঝোড়ে দুর্গাপুর মহকুমা উপসংশোধনাগারে ডিউটি করছিল। গত রবিবার সে শিশুটির উপর নির্যাতন চালায় বলে অভিযোগ।

নির্যাতন করার পর সে শিশুটিকে বাইকে চাপিয়ে বাড়ি পৌঁছে দেয়। কাউকে কিছু না বলার জন্য হুমকিও দেয়। কিন্তু আজ সকালে শিশুটি বাড়ির লোকেদের কাছে সব খুলে বলে। বিষয়টি এলাকার যুবকরা দুর্গাপুর থানায় জানালে পুলিশ আজ়মকে আটক করে। পুলিস জানিয়েছে আগামীকাল নির্যাতিত ছেলেটির মেডিকেল টেস্ট হবে। তারপর সে দুর্গাপুর মহকুমা আদালতে গোপন জবানবন্দি দেবে। আদালতে বুধবার তোলা হবে অভিযুক্তকেও। আজ়মের বিরুদ্ধে এর আগে সাইকেল চুরির অভিযোগও উঠেছিল।

ABOUT THE AUTHOR

...view details