দুর্গাপুর, 21 ডিসেম্বর:দুর্গাপুর ফরিদপুর ব্লকের শ্রীরামকৃষ্ণপুরের শিবু রুইদাস নামের এক সিভিক ভলান্টিয়ার জমির মিউটেশনের জন্য যাবতীয় নথি জমা দেন দুর্গাপুর ফরিদপুর ভূমি ও ভূমি সংস্কার দফতরে। তিনি দুর্গাপুরের ফরিদপুর থানায় সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer) হিসেবে কর্মরত ৷ মঙ্গলবার মিউটেশনের সমস্ত নথিপত্র খতিয়ে দেখছিলেন সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা। তখনই মিউটেশনের আবেদনের নথিতে প্রধানের প্যাডের স্বাক্ষর নিয়ে সন্দেহ হয়। তারপরেই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।
সেখানেই প্রধানকে ফোন করেন সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দফরের এক আধিকারিক। প্রধান ওই আধিকারিককে জানান, তিনি স্বাক্ষরও করেননি ও সিলমোহরও দেননি। প্রধানের অভিযোগ, পঞ্চায়েতের প্যাড নকল করে তাঁর স্বাক্ষর নকল করা হয়েছে (Forging Panchayat Stamp Pad)। অন্যদিকে, আজ অর্থাৎ বুধবার বিষয়টি খতিয়ে দেখতে সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দফতরে যাওয়ার কথা ছিল পঞ্চায়েত প্রধানের। সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক জানান, নকল করে সরকারি দফতরে আবেদনের ঘটনা বরদাস্ত করা হবে না। বিষয়টি নিয়ে একদিকে যেমন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এবং পুলিশের কাছে অভিযোগ করা হবে, তেমনই পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত করা হবে বলেও তিনি জানান।