পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Forging Panchayat Stamp Pad: পঞ্চায়েতের স্ট্যাম্প প্যাড নকল করার অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে

পঞ্চায়েতের প্যাড, সিলমোহর, প্রধানের স্বাক্ষর নকল করে (Forging Panchayat Stamp Pad) জমির মিউটেশনের জন্য সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দফতরে আবেদন করার অভিযোগ এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে (Civic Volunteer)। সেই কারসাজি হাতে-নাতে ধরে ফেলল সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা। আর এই কাণ্ড দেখে চোখ কপালে উঠল পঞ্চায়েত প্রধানের। পুলিশের দ্বারস্থ পঞ্চায়েত প্রধান।

Forging Panchayat Stamp Pad
সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দফতর

By

Published : Dec 21, 2022, 6:40 PM IST

স্ট্যাম্প প্যাড নকল করার অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে

দুর্গাপুর, 21 ডিসেম্বর:দুর্গাপুর ফরিদপুর ব্লকের শ্রীরামকৃষ্ণপুরের শিবু রুইদাস নামের এক সিভিক ভলান্টিয়ার জমির মিউটেশনের জন্য যাবতীয় নথি জমা দেন দুর্গাপুর ফরিদপুর ভূমি ও ভূমি সংস্কার দফতরে। তিনি দুর্গাপুরের ফরিদপুর থানায় সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer) হিসেবে কর্মরত ৷ মঙ্গলবার মিউটেশনের সমস্ত নথিপত্র খতিয়ে দেখছিলেন সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা। তখনই মিউটেশনের আবেদনের নথিতে প্রধানের প্যাডের স্বাক্ষর নিয়ে সন্দেহ হয়। তারপরেই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

সেখানেই প্রধানকে ফোন করেন সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দফরের এক আধিকারিক। প্রধান ওই আধিকারিককে জানান, তিনি স্বাক্ষরও করেননি ও সিলমোহরও দেননি। প্রধানের অভিযোগ, পঞ্চায়েতের প্যাড নকল করে তাঁর স্বাক্ষর নকল করা হয়েছে (Forging Panchayat Stamp Pad)। অন্যদিকে, আজ অর্থাৎ বুধবার বিষয়টি খতিয়ে দেখতে সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দফতরে যাওয়ার কথা ছিল পঞ্চায়েত প্রধানের। সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক জানান, নকল করে সরকারি দফতরে আবেদনের ঘটনা বরদাস্ত করা হবে না। বিষয়টি নিয়ে একদিকে যেমন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এবং পুলিশের কাছে অভিযোগ করা হবে, তেমনই পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত করা হবে বলেও তিনি জানান।

যদিও সিভিক ভলান্টিয়ার শিবু রুইদাসের দাবি, তার অজান্তে এই ধরনের ঘটনা হয়েছে। লাউদোহা গ্রাম পঞ্চায়েতের প্রধান পিনাকী মুখোপাধ্যায়ের অভিযোগ, তাঁর নথি জাল করে যারা এ ধরনের অপকর্ম করেছে তিনি তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। অন্যদিকে, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার শিবু রুইদাসের দাবি এটা অত্যন্ত অন্যায় কাজ হয়েছে। তিনি অপমানিত বোধ করছেন। দুর্গাপুর ফরিদপুর ব্লকের ভূমি ও ভূমি সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণ মুখোপাধ্যায় বলেন, "বিষয়টি আমাদের নজরে আসে। আমরা বিষয়টি প্রশাসনিক স্তরে জানাব।"

আরও পড়ুন:মাফিয়াদের দখলে আদিবাসীদের জমি, রাত পর্যন্ত অভিযোগ শুনে আধিকারিককে ধমক জেলাশাসকের

ABOUT THE AUTHOR

...view details