দুর্গাপুর , 5 জুলাই : কেন্দ্রে দ্বিতীয়বার ক্ষমতায় এসেই ফের দেশের তিনটি রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানার কৌশলগত বিলগ্নীকরণের সিদ্ধান্ত নিয়েছে BJP শাসিত সরকার । আগামী ১ অগাস্ট এর মধ্যে কারখানাগুলির নিলামের জন্য টেন্ডার জমার শেষ দিন ধার্য করে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আজ সকাল থেকে CITU ও INTUC এক সঙ্গে আন্দোলন শুরু করেছে ।
গতকাল প্রকাশিত এই বিজ্ঞাপনে স্পষ্ট এবার কেন্দ্রীয় স্টিল অথোরিটি অব ইন্ডিয়া লিমিটেড ( SAIL) এর পক্ষ থেকে দুর্গাপুরের ASP(Alloy steel plant),বিশ্বেশ্বরাইয়া স্টিল প্ল্যান্ট এবং সালেম স্টিল কারখানাকে কৌশলগত বিলগ্নীকরণ করা হচ্ছে । উল্লেখ্য, এর আগে প্রথম BJP সরকারের সময়ে 2016-এর সেপ্টেম্বর মাসে এই তিনটি কারুখানাকে কৌশলগত বিলগ্নীকরণের সিদ্ধান্তের কথা জানানো হয় । টেন্ডারের জন্য বিজ্ঞাপনও দেওয়া হয় । তবে সেই সময় কোনও বেসরকারি সংস্থা এই তিনটি রাষ্ট্রায়ত্ত কারখানা অধিগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করেনি ।
প্রথম মোদি সরকারের ভারী শিল্পমন্ত্রকের প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র সঙ্গে আলোচনা করেন CITU ও INTUC নেতারা । পরে তাঁরা কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীর কাছে দরবারও করে। অন্যদিকে TMCর শ্রমিক সংগঠন INTTUC , বিলগ্নীকরণ ঠেকাতে ৮৬ দিন ASP কারখানার গেটের বাইরে অবস্থানে বসেছিল । সেই সময় তাঁরা দিনরাত কারখানা পাহারা দেয় যাতে বেসরকারি সংস্থার কোনও প্রতিনিধি কারখানায় ঢুকতে না পারেন । ASP-র বিলগ্নীকরণ আটকাতে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের পূর্বতন সাংসদ মমতাজ সঙ্ঘমিতা কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছিলেন।