অন্ডাল, 21 জুলাই:বেআইনি কয়লা খাদানের সন্ধান পেতে ড্রোনের সাহায্যে তদন্ত শুরু করল সিআইডি(CID investigates by flying drones in search of illegal coal mining in Andal)৷ বৃহস্পতিবার অন্ডালের হরিশপুর এলাকায় পরিদর্শন ও তদন্তের সময় সিআইডির সঙ্গে উপস্থিত ছিলেন ইসিএলের নিরাপত্তারক্ষী ও অন্ডাল থানার পুলিশ ।
অবৈধ কয়লা কারবারের তদন্তে সম্প্রতি সক্রিয় হয়ে উঠেছে সিআইডি। গত কয়েকদিনে সিআইডির অভিযানে খনি এলাকা থেকে ধরা পড়েছে বেশ কয়েকজন অবৈধ কয়লার কারবারি । তাদের জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে গোয়েন্দারা । সেই তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার অন্ডালের কাজোড়ার হরিশপুরে আসে সিআইডির তদন্তকারী দল । তালডাঙা-সহ বেশ কয়েকটি জায়গা তারা পরিদর্শন করে। দীর্ঘদিন ধরে এইসব এলাকাগুলিতে অবৈধভাবে কয়লা তোলা হত বলে অভিযোগ ।