পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছোটা চৌকিদার চোর হ্যায়, বাবুলকে কটাক্ষ অরূপের - loksabha election 2019

মুনমুনের প্রচারে এসে বাবুলকে ছোটা চৌকিদার বলে কটাক্ষ করলেন অরূপ বিশ্বাস

অরূপ বিশ্বাস

By

Published : Apr 21, 2019, 11:27 PM IST

Updated : Apr 21, 2019, 11:39 PM IST

জামুড়িয়া, 21 এপ্রিল : নাম না করে বাবুল সুপ্রিয়কে ছোটা চৌকিদার বলে কটাক্ষ করলেন অরূপ বিশ্বাস । আজ আসানসোলের প্রার্থী মুনমুন সেনের প্রচারে আসেন তিনি । কর্মিসভা করেন জামুড়িয়ার ইকড়া ফুটবল মাঠে । উপস্থিত ছিলেন মুনমুন সেন, মলয় ঘটক, জিতেন্দ্র তিওয়ারিসহ তৃণমূল নেতা-কর্মীরা । সভার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন " 2019, BJP ফিনিশ । চৌকিদার ? চোর হ্যায় । ছোটা চৌকিদার ? চোর হ্যায় ।"

ভিডিয়োয় শুনুন অরূপের বক্তব্য

কয়েকদিন আগে আসানসোলেই প্রচারে এসে অরূপ বলেছিলেন, "বাবুলের থেকে বড় কয়লা মাফিয়া আর কেউ নেই ।" কারণ তার কিছুদিন আগে আসানসোলের BJP প্রার্থী বাবুল একটি অবৈধ কয়লাডিপোতে গিয়ে বলেন, "এই অবৈধ কয়লাখনির সাথে যুক্ত তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট ।" তারপরই অরূপ ওই মন্তব্য করেন । পরিপ্রেক্ষিতে বাবুল বলেন, "কুকুরের কাজ কুকুর করেছে । কামড় দিয়েছে পায়ে । তা বলে কি তাকে কামড়ানো বাবুলের শোভা পায়? এর বাইরে আর কিছু বলব না । বাকি অরূপের স্বরূপ আর স্বরূপের কুরূপ । সব জানি ।"

Last Updated : Apr 21, 2019, 11:39 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details