আসানসোল, 7 নভেম্বর: ফের নয়া রেকর্ড গড়ল চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা । প্রথমবার ডব্লুএজি-9 টুইন লোকো একত্রিত করে 12 হাজার হর্সপাওয়ার বা অশ্বশক্তি ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন তৈরি করল চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস বা সিএলডব্লুউ । তাও আবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ৷ জানা গিয়েছে, বিহারের মাধেপুরায় ফরাসী সংস্থাও এই ইঞ্জিন বানানোর কাজ করছে । কিন্তু ফরাসী সংস্থা তাদের নিজস্ব প্রযুক্তিতে এই রেল ইঞ্জিন বানাচ্ছে ৷ তবে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বানানো হচ্ছে 12 হাজার হর্সপাওয়ারের এই ইঞ্জিন ।
কারখানা সূত্রে খবর, রেলমন্ত্রকের পক্ষ থেকে এরকম 12 হাজার অশ্বশক্তি ক্ষমতা সম্পন্ন 10টি রেলইঞ্জিন বানানোর বরাত তাদেরকে দেওয়া হয়েছে । এর মধ্যে একটি ইঞ্জিন ইতিমধ্যেই তৈরি করে পাঠানো হয়ে গিয়েছে । আরও 9টি এমন রেল ইঞ্জিন বানানো হবে । ফরাসী সংস্থা 11 বছরে 800 ইঞ্জিন প্রস্তুত করবে বলে খবর । অন্যদিকে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার দক্ষ কর্মীদের দাবি, তাঁরাও এই কাজ করতে প্রস্তুত । চিত্তরঞ্জন রেল কারখানার শ্রমিক ইউনিয়নের নেতা ইন্দ্রজিৎ সিং বলেন, "বর্তমানে দুটি ইঞ্জিনের মধ্যেকার বাফার বাদ দিয়ে এই 12 হাজার হর্সপাওয়ারের ইঞ্জিন নির্মাণ করা হয়েছে । পরে যদি একটি কেবিন ও চাকার সংখ্যা কম করা হয়, তাহলে আরও সফল হবে এই ইঞ্জিন । সেক্ষেত্রে ফরাসী সংস্থার নির্মিত ইঞ্জিনের সঙ্গেও সমানভাবে টেক্কা দেবে দেশীয় প্রযুক্তির ইঞ্জিন ।"