পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেলে 6 মাসে বিধানসভা নির্বাচন : আলুওয়ালিয়া - undefined

আজ বুদবুদ ও কাঁকসা থানা এলাকার বিভিন্ন অঞ্চলে প্রচার সারলেন আলুওয়ালিয়া। সেখানে তিনি মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে বলেন, "মুখ্যমন্ত্রী পারলে মানুষের জন্য অক্সিজেন নেওয়া বন্ধ করে দেন"।

সুরিন্দর সিং আলুওয়ালিয়া

By

Published : Apr 17, 2019, 7:33 PM IST

Updated : Apr 17, 2019, 7:43 PM IST

বর্ধমান ও দুর্গাপুর, 17 এপ্রিল : "মুখ্যমন্ত্রী পারলে মানুষের জন্য অক্সিজেন নেওয়া বন্ধ করে দেন।" মমতা ব্যানার্জিকে কটাক্ষ করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। আজ বুদবুদ ও কাঁকসা থানা এলাকার বিভিন্ন অঞ্চলে প্রচার সারেন আলুওয়ালিয়া। বুদবুদে BJP-র একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনের পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, "উনি (মমতা ব্যানার্জি) তো আয়ুষ্মান ভারত চালু হতে দেননি। গরিব মানুষকে 3 হাজার টাকা করে কেন্দ্রের পক্ষ থেকে যে সাহায্য তাও চালু হতে দেবেন না বলছেন। উনি পারলে অক্সিজেন নেওয়া বন্ধ করে দিতে পারেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ করে দিচ্ছেন। সুতরাং উনি থাকলে তবে তো সব বন্ধ হবে।"

সম্প্রতি অসমে NRC নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। এই রাজ্যে মতুয়া সম্প্রদায়ভুক্ত বহু মানুষ NRC নিয়ে উদ্বিগ্ন। এপ্রসঙ্গে তিনি বলেন, যারা দীর্ঘদিন এই রাজ্যে বাস করছেন অথচ নাগরিকত্ব পাননি তাঁদের জন্য কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই ভাববে।" এছাড়া সম্প্রতি সুপ্রিম কোর্ট জঙ্গলমহলে বসবাসকারী আদিবাসীদের অরণ্যের অধিকারের নিষেধাজ্ঞা জারির উপর 3 মাসের স্থগিতাদেশ দিয়েছে। সেই প্রসঙ্গে তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার আদিবাসীদের শত্রু নয়। আমরা চাই বনবাসীদের উচ্ছেদ নয় উত্থান। কংগ্রেসের শাসনকালে আদিবাসীদের জন্য বিশেষ আইনের ফলেই এই উচ্ছেদের নির্দেশ।" তিনি অবশ্য বুথে আধা সামরিক বাহিনী থাকবে কি না তা পুরোপুরি ছেড়ে দেন নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর।

আজ বর্ধমানের টাউনহলে BJP-র এক সভাতেও যান সুরিন্দর। তিনি বলেন, "আপনারা আমাকে লোকসভা কেন্দ্রে 42টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা দিন আমি মোদি সরকারকে দিয়ে 6 মাসের মধ্যে এখানে বিধানসভা নির্বাচন করিয়ে দেব।" তিনি মমতা ব্যানার্জিকে তোপ দেগে বলেন, "তৃণমূল 42টি আসনের মধ্যে 4টে আসন পাবে কি না সন্দেহ আছে। কিন্তু উনি নিজেকে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। একজন প্রধানমন্ত্রী হওয়ার জন্য 272 জন সাংসদের প্রয়োজন হয়। আমার জানা নেই ওঁর কাছে সেটা আছে কি না। উনি ছবি আঁকেন তো। এমন কী এঁকেছেন যে 42টা আসন 272 হতে পারে। হয়তো কোনও ধরনের মুরগি বা হাঁস রেখেছেন যে রাতারাতি ডিম পেড়ে দেবে। আর 42 হয়ে যাবে 272। CPI(M) বা কংগ্রেসের অবস্থা একই। সারা দেশের 230টি আসনে লড়াই করছে কংগ্রেস। এখানে 40টি আসনে লড়ছে। ওরা কোনওভাবেই জিতবে না। কীভাবে স্বপ্ন দেখছে মোদিকে রুখে দিয়ে প্রধানমন্ত্রী হবে। তারা দেখেনি ঝড়টা কী চলছে ? সন্ত্রাসমুক্ত পশ্চিমবাংলা চাই। যেটা দিতে পারে একমাত্র মোদি।"

Last Updated : Apr 17, 2019, 7:43 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details