আসানসোল, 7 মে: কোরোনা রোধে রাস্তাঘাট স্যানিটাইজ় করার জন্য যে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে তা মানবদেহের জন্য বিপজ্জনক । এমনটাই জানিয়েছিলেন আসানসোল পৌরনিগমের পৌর কমিশনার খুরশিদ আলি কাদরি । কিন্তু দেখা যাচ্ছে, পৌরনিগমের গাড়ি যখন জীবাণুনাশক ছড়াচ্ছে তখন অসাবধানতাবশত তা পথচলতি মানুষের গায়ে এসে পড়ছে । পৌর কমিশনার শহরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছিলেন । তবে এক্ষেত্রে পৌরকর্মীদেরও সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে বলে মনে করছেন আসানসোলের বাসিন্দারা ।
আসানসোল পৌরনিগমের পৌর কমিশনার খুরশিদ আলি কাদরি বলেন, স্যানিটাইজ়েশনের জন্য জলের সঙ্গে হাইপোক্লোরাইড নামে যে রাসায়নিক মেশানো হচ্ছে তা মানবদেহ এবং প্রাণীদের জন্য বিপজ্জনক । পথঘাট স্যানিটাইজ়েশনের সময় শহরবাসীকে ওই রাসায়নিক থেকে একটু দূরে থাকার আবেদন জানিয়েছিলেন তিনি । কিন্তু দেখা যাচ্ছে, পৌরনিগমের গাড়ি যখন রাস্তাঘাট স্যানিটাইজ় করছে তখন আশপাশের দোকানপাট, রাস্তার ধারে ফল বিক্রেতা, শরবতের দোকান, পথচলতি মানুষ, গাড়ি সব কিছুর উপরেই তা পড়ছে । এতে মানব শরীরের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে ।