দুর্গাপুর, 6 জুলাই: বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির ভোট প্রচারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দুর্গাপুরে । তাঁকে দেখেই উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকেরা 'কয়লা চোর' বলে স্লোগান তোলেন । ঘটনাস্থলে বচসায় জড়িয়ে পড়ে শাসদকল ও বিজেপি কর্মী সমর্থকেরা । শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলা করে ফরিদপুর থানার পুলিশ ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের শেষ বেলার বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচারে দুর্গাপুরের ফরিদপুর ব্লকের মাধায়গঞ্জ এলাকায় আসে জিতেন্দ্র ৷ এক সময় তিনি এই এলাকার তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন । ওই সময় এই সমস্ত এলাকায় তাঁর জনপ্রিয়তা ছিল একেবারে তুঙ্গে । সংখ্যালঘুর বাস এই এলাকাগুলিতে তৃণমূল কংগ্রেসের থাকাকালীন জিতেন্দ্র তিওয়ারি ছিলেন 'গডফাদার' । কিন্তু তিনি বিজেপিতে যেতেই তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়ে । তারপরেই পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার বহু জায়গায় তাঁকে বাধার মুখে পড়তে হয় ।
এ দিন দুপুরেও মাধাইগঞ্জে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বাধার মুখে পড়তে হল জিতেন্দ্রকে । তিনি প্রচারে আসছেন শুনে দুই দলের কর্মী সমর্থকরা মাধাইগঞ্জ মোড়ে জমায়েত করে । এক সময় দুই দলের কর্মীরা মুখোমুখি দাঁড়িয়ে পড়ে । ফরিদপুর থানার পুলিশ দুই দলের কর্মীদের মাঝে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দেয় । কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জিতেন্দ্র তিওয়ারি গাড়ি থেকে নামা মাত্রই 'কয়লা চোর দূর হাটো' বলে স্লোগান দিতে থাকে । পালটা বিজেপি কর্মী সমর্থকরাও জয় শ্রী রাম স্লোগান তোলেন । পরিস্থিতি জটিল হতে দেখে পুলিশের পক্ষ থেকে কড়া অবস্থান গ্রহণ করা হয় । দুই দলের সমর্থকদের এলাকা থেকে সরিয়ে দেয় পুলিশ ।