আসানসোল, 5 জুলাই : আসানসোল পৌরনিগমে BJP-র ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার । ভাঙল ব্যারিকেড । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ । তাদের লক্ষ্য করে ইটও ছোড়া হয় । পাল্টা কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ ।
BJP-র পৌরনিগম ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার আসানসোলে
আসালসোল পৌরনিগমে BJP-র ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার । ভাঙল ব্যারিকেড ।
আজ দুপুরে উন্নত নাগরিক পরিষেবার দাবি, সাংসদ তহবিলের টাকায় কাজে বাধা, উন্নয়নমূলক কাজে বাধা ও কাটমানি আদায়সহ একাধিক অভিযোগ নিয়ে আসানসোল পৌরনিগম ঘেরাও অভিযানে যায় BJP-র যুব মোর্চার সদস্যরা । তা আটকাতে ব্যারিকেড করা হয়। অভিযোগ, BJP কর্মী-সমর্থকরা মিছিল করে এসে সেই ব্যারিকেড ভেঙে দেয় । তাদের বাধা দিতে পুলিশ লাঠিচার্জ শুরু করে । প্রথমে পিছিয়ে গেলেও পরে এগিয়ে এসে ইট ছুড়তে শুরু করেন BJP কর্মী-সমর্থকরা । পরিস্থিতি সামাল দিতে প্রায় 15 রাউন্ড কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ । এর জেরে উভয়পক্ষেরই বেশ কয়েকজন আহত হয় ।
আজ আসানসোল পৌরনিগমে রক্তদান শিবিরের আয়োজন করেছিল তৃণমূল । কিন্তু, BJP-র পৌরনিগম অভিযানের জেরে তা ভেস্তে যায় । এপ্রসঙ্গে মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, "আমাদের রক্তদান শিবিরকে বানচাল করতেই BJP এই বিক্ষোভ মিছিল করেছে ।"