রানিগঞ্জ, 9 অগস্ট : বিধায়কের অনুষ্ঠানে দলীয় সমর্থকদের সামগ্রী পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে ৷ গতকাল পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের বল্লভপুর পঞ্চায়েতের অন্তর্গত ষষ্ঠীতলা অঞ্চলে একটি অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষমদের হাতে হুইলচেয়ার ও ত্রিপল তুলে দেওয়া হয় ৷ এই অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় ৷ বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় মানুষজন ৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷
স্থানীয়দের অভিযোগ, বিধায়ক শুধুমাত্র বিজেপির কর্মী-সমর্থকদের বেছে বেছে ত্রিপল ও হুইলচেয়ার তুলে দিচ্ছেন ৷ অন্যরা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ৷ পরে তারা বিক্ষোভও দেখায় ৷ বিধায়ক অগ্নিমিত্রা পল স্থানীয়দের বোঝানোর চেষ্টা করেন ৷ যদিও এই ঘটনার পিছনে তৃণমূলের একাংশের মদত রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷ যদিও সরাসরি অভিযোগ এড়িয়েছে দু'পক্ষই ৷