পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Agnimitra Paul : রানিগঞ্জে অগ্নিমিত্রার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ঘটনাস্থলে পুলিশ - raniganj

আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পলের অনুষ্ঠানে বিশৃঙ্খলার সৃষ্টি হয় গতকাল ৷ অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষমদের হাতে হুইলচেয়ার ও ত্রিপল তুলে দেওয়া হয় ৷ স্থানীয়দের অভিযোগ, বিজেপির কর্মী-সমর্থকদের বেছে বেছে ত্রিপল ও হুইলচেয়ার তুলে দিচ্ছেন বিধায়ক ৷

Agnimitra Paul
রানিগঞ্জে অগ্নিমিত্রা পালের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ঘটনাস্থলে পুলিশ

By

Published : Aug 9, 2021, 1:12 PM IST

রানিগঞ্জ, 9 অগস্ট : বিধায়কের অনুষ্ঠানে দলীয় সমর্থকদের সামগ্রী পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে ৷ গতকাল পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের বল্লভপুর পঞ্চায়েতের অন্তর্গত ষষ্ঠীতলা অঞ্চলে একটি অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষমদের হাতে হুইলচেয়ার ও ত্রিপল তুলে দেওয়া হয় ৷ এই অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় ৷ বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় মানুষজন ৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

স্থানীয়দের অভিযোগ, বিধায়ক শুধুমাত্র বিজেপির কর্মী-সমর্থকদের বেছে বেছে ত্রিপল ও হুইলচেয়ার তুলে দিচ্ছেন ৷ অন্যরা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ৷ পরে তারা বিক্ষোভও দেখায় ৷ বিধায়ক অগ্নিমিত্রা পল স্থানীয়দের বোঝানোর চেষ্টা করেন ৷ যদিও এই ঘটনার পিছনে তৃণমূলের একাংশের মদত রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷ যদিও সরাসরি অভিযোগ এড়িয়েছে দু'পক্ষই ৷

রানিগঞ্জে অগ্নিমিত্রা পলের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ঘটনাস্থলে পুলিশ

আরও পড়ুন: দুর্গাপুরে রবীন্দ্রনাথের মূর্তির উপরেই জুতোর বিজ্ঞাপন, সমালোচনার ঝড়

এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ৷ পুলিশ ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে ৷ এই ঘটনায় স্থানীয়দের উস্কানি দেওয়ার পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে মনে করছে বিজেপি ৷ যদিও পরে বিধায়ক নিজেই পরিস্থিতি সামাল দেওয়া চেষ্টা করেন ৷

ABOUT THE AUTHOR

...view details