আসানসোল, 4 ডিসেম্বর:ফসিলসের অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলা আসানসোল উৎসবে ৷ রবিবার রাতেই পদপিষ্ট হয়ে আহত হয়েছন 5 জন ৷ তবে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর 4 জনকে ছেড়ে দেওয়া হলেও এখনও চিকিৎসাধীন 1 ৷ স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ৷ তবে উৎসব কমিটির পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি ৷
রবিবার আসানসোল উৎসবের শেষ দিন ছিল । আর শেষ দিনে ছিল জনপ্রিয় বাংলা ব্যান্ড ফসিলসের অনুষ্ঠান । অনুষ্ঠানটির জন্য কোনওরকম প্রবেশ মূল্য না থাকায় ভিড় অনিয়ন্ত্রিত ছিল ৷ এদিন সকাল থেকেই আসানসোল উৎসবে মেলার মাঠে প্রবেশপত্র সংগ্রহের জন্য ব্যপক ভিড় হয় ৷ দর্শক সংখ্যা নিয়ন্ত্রণ করতে উৎসব কমিটির পক্ষ থেকে ছ‘হাজার দর্শকের প্রবেশাধিকার দেওয়া হয়েছিল ৷ সন্ধ্যার পর বহু মানুষ উৎসবের মূল ফটকের সামনে হাজির হয়ে যান । আর অনুষ্ঠান দেখার জন্য ভিতরে ঢোকার চেষ্টা করেন ৷ তখনই কয়েকজন পদপিষ্ট হয়ে যায় বলে অভিযোগ । তাঁদেরকে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় । এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।