আসানসোল, 16 ফেব্রুয়ারি:একবছর অতিক্রান্ত ৷ অথচ, এখনও পর্যন্ত পশ্চিম বর্ধমানের আসানসোল পৌরনিগমে (Asansol Municipal Corporation) পূর্ণাঙ্গ পৌরবোর্ড গঠিত হয়নি ৷ পৌরনিগমের 10টি বরোর জন্য 10 জন চেয়ারম্যানও এখনও নির্বাচিত হননি ৷ পাশাপাশি, সংশ্লিষ্ট দুই ডেপুটি মেয়রকে এখনও পর্যন্ত শপথগ্রহণ করানো হয়নি ৷ পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার আসানসোল পৌরনিগমের বোর্ড মিটিংয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷ কিন্তু তার আগেই এই ইস্যুতে পৌর প্রশাসনকে লক্ষ্য করে তোপ দাগলেন শহরের 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা স্থানীয় বিজেপি নেত্রী স্ত্রী চৈতালি তিওয়ারি (Chaitali Tiwari slams AMC Administration) ৷ তিনি আবার আসানসোলের প্রাক্তন চেয়ারম্যান জিতেন তিওয়ারির স্ত্রী ৷ চৈতালির অভিযোগ, "যেভাবে 'চৈত্র সেল' চলে, সেভাবেই লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বরো চেয়ারম্যানের চেয়ার কেনা হচ্ছে !" যদিও, তাঁর এই অভিযোগে আমল দিতে নারাজ পৌরনিগমের আধিকারিকরা ৷
গত মঙ্গলবার আসানসোল পৌরনিগমে নতুন বোর্ডের একবছর সময়কাল পূর্ণ হয়েছে ৷ কিন্তু এই একবছরের মধ্য়ে এখনও পর্যন্ত 10টি বরোয় চেয়ারম্যান নির্বাচিত হননি ৷ এর ফলে জামুড়িয়া, রানিগঞ্জ, কুলটি-সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের পৌরনিগম সংক্রান্ত যেকোনও কাজের জন্য আসানসোলের প্রধান পৌর কার্যালয়ে আসতে হচ্ছে ৷ যা সময় এবং খরচ সাপেক্ষ ৷ শুধু তাই নয়, ওই সমস্ত এলাকায় উন্নয়নের কাজও থমকে রয়েছে বলে অভিযোগ করছেন বিরোধীরা ৷
আরও পড়ুন:পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় ফের চৈতালিকে জিজ্ঞাসাবাদ