আসানসোল, 29 জানুয়ারি : আগামী 12 ফেব্রুয়ারি আসানসোল পৌরনিগমের নির্বাচন ৷ চলছে জোরকদমে প্রচার এবং একইসঙ্গে চলছে প্রতিশ্রুতি বিতরণ । ভোট যুদ্ধে এবার নেমে পড়েছেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি ৷ বিজেপির হয়ে 27 নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন চৈতালিদেবী ৷ আজ সেই ওয়ার্ডের বাসিন্দাদের জন্য প্রতিশ্রুতিপত্র প্রকাশ করলেন তিনি । প্রতিশ্রুতিপত্রে মহিলাদের উপর বিশেষ নজর দেওয়া হয়েছে ৷ তাঁদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে অর্থনৈতিক স্বাধীনতা, গাড়ুই নদীর সংস্কার-সহ বিভিন্ন কথা উঠে এসেছে ।
27 নম্বর ওয়ার্ডের জন্য ওই প্রতিশ্রুতিপত্রে মোট 27টি প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে । সেগুলির মধ্যে গুরুত্ব দেওয়া হয়েছে মহিলাদের জন্য বিশেষ প্রকল্পের । যেমন-
1. নিয়মিত মহিলাদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হবে ।
2. বয়স্ক মানুষদের জন্য সুগার পরীক্ষার শিবির ।
3. এলাকায় তৈরি করা হবে হিন্দি স্কুল ।