আসানসোল, 11 নভেম্বর: কয়েকদিন আগেই বীরভূমে গিয়ে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) 'বাঘ' বলে সম্বোধন (Tiger remark) করেছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি বলেছিলেন, বাঘকে বেশিদিন খাঁচায় বন্দি করে রাখা যায় না । শুক্রবার আসানসোলে সিবিআই (CBI) আদালতে অনুব্রত মণ্ডলের শুনানির সময় ফিরহাদ হাকিমের সেই উক্তিকেই হাতিয়ার করলেন সিবিআই আইনজীবী কালীচরণ মিশ্র । প্রভাবশালী তত্ত্ব খাঁড়া করতে গিয়ে তিনি বলেন, রাজ্যের মন্ত্রী যখন অনুব্রত মণ্ডলকে 'বাঘ' বলে আখ্যা দিচ্ছেন, তখন বুঝে নিতে হবে তিনি কতটা প্রভাবশালী ।
এ দিন সওয়াল জবাবে অনুব্রত মণ্ডলের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত জামিনের জন্য আবেদন করলে সেই আবেদনের বিরোধিতা করেন সিবিআই আইনজীবী । তিনি দাবি করেন, অনুব্রত মণ্ডল প্রভাবশালী এবং তাঁকে জামিন দেওয়া হলে তিনি সাক্ষীদের হুমকি দিতে পারেন । পাশাপাশি সরকারি আধিকারিকদের কাছ থেকে নথি প্রমাণ লোপাট করতেও পারেন । পাশাপাশি এই ঘটনার তদন্ত চলছে এবং গরু পাচার কাণ্ডের 15 কোটি টাকা অনুব্রত'র মধ্যস্থতায় বিভিন্ন অ্যাকাউন্টে জমা পড়েছিল, সে বিষয়েও তদন্ত করা চলছে । তাই তাঁকে জামিন দেওয়া যাবে না । জামিন দেওয়া হলে এই তদন্তের গতি প্রকৃতি বাধা পেতে পারে ।
অন্যদিকে, অনুব্রত মন্ডলের আইনজীবী বলেন, "প্রায় 92 দিন ধরে অনুব্রত মণ্ডলকে হেফাজতে রাখা হয়েছে এবং শুক্রবার নতুন করে কোনও তথ্য সিবিআই আদালতে জমা করতে পারেনি । তিনি যদি প্রভাবশালীই হবেন, তাহলে এত মানুষ সাক্ষী দিতেন না । যে কোনও শর্তে তাঁকে জামিন দেওয়া হোক । প্রয়োজন তিনি জেলাতে ঢুকবেন না ।"