আসানসোল, 21 অক্টোবর: দিল্লি হাইকোর্টের নির্দেশ মতো ইডি হেফাজতের কারণে সায়গল হোসেনকে (Saigal Hossain) নিয়ে দিল্লি রওনা দিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।
শিয়ালদা-জলন্ধর এক্সপ্রেস ট্রেনে সায়গলকে নিয়ে রওনা দিল আসানসোল-দুর্গাপুর পুলিশের 7 জন পুলিশ কর্মী। পুলিশের এই বিশেষ দলে একজন সাব-ইনস্পেকটর, একজন এএসআই ও পাঁচ জন বন্দুকধারী পুলিশকর্মী রয়েছেন। শুক্রবার বিকেল 03.10 নাগাদ সায়গলকে নিয়ে প্রিজন ভ্যানে আসানসোল স্টেশনের উদ্দেশে রওনা দেয় পুলিশ।
এরপর স্টেশনে পৌঁছে জিআরপি (GRP) থানায় নিয়ে যাওয়া হয় সায়গলকে। সেখান থেকেই ট্রেনে ওঠানো হয় তাকে। গরুপাচার মামলায় 9 জুন সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন সায়গল হোসেন । তারপর থেকে তিনি প্রথমে সিবিআই (CBI) হেফাজত ও তারপর থেকে বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন । এরপরেই সায়গল হোসেনকে নিজেদের হেফাজতে নিতে চায় ইডি (ED)।
সায়গল হোসেনকে নিয়ে দিল্লি রওনা পুলিশের দীর্ঘ কয়েকদিন ধরে আইনি জটিলতায় সায়গলকে নিজেদের হেফাজতে নিতে পারেনি ইডি । শেষপর্যন্ত দিল্লি হাইকোর্টের রায়ে 6 দিনের জন্য সায়গল হোসেনকে নিজেদের হেফাজতে পায় ইডি । আদালতের নির্দেশমতো আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশকর্মীরা সায়গলকে নিয়ে শেষপর্যন্ত দিল্লির উদ্দেশে রওনা দিল । জানা গিয়েছে আগামিকাল সায়গল হোসেনকে ইডির হাতে তুলে দেবে পুলিশ ।
আরও পড়ুন:আসানসোল সংশোধনাগারে ইডি, সায়গলকে সই করানো হল নথিতে
উল্লেখ্য়, অনুব্রতর গ্রেফতারির অনেক আগেই তাঁর নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছিল সিবিআই । তাঁকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে গরুপাচার মামলা তথা অনুব্রতর সম্পর্কে বহু তথ্য পেয়েছে সিবিআই । তৃণমূল নেতা এবং তাঁর ঘনিষ্ঠদের আয়-বহির্ভূত সম্পত্তির খোঁজ চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সায়গলকে জেরা করে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে মনে করছে ইডি।