আসানসোল, 7 সেপ্টেম্বর: রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা । বুধবার সাতসকালে আসানসোলের চেলিডাঙায় মলয় ঘটকের পৈতৃক বাড়ি এবং আপকার গার্ডেনে তাঁর দফতর ও নতুন বাড়িতে পৌঁছল সিবিআইয়ের বিশেষ দল (CBI raids West Bengal Law Minister and TMC leader Moloy Ghatak's residence in Asansol) ।
এছাড়া ভোটের সময় সায়নী ঘোষের জন্য একটি বাড়ি নেওয়া হয়েছিল । সেখানেও হানা দেয় সিবিআই । বেশ কয়েকটি দলে ভাগ হয়ে অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা । একদিকে গরুপাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে আজ, 7 সেপ্টেম্বর আসানসোল আদালতে পেশ করার কথা ৷ সেই সময় আচমকা কয়লাপাচার কাণ্ডে জড়িত থাকার (Moloy Ghatak Coal Scam) অভিযোগে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷