পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Post Poll Violence Case : ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত ঘনিষ্ঠ দুই বিধায়ককে প্রায় দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআই'য়ের - cbi interrogate two tmc mla in post poll violence case

গতবছর 2 মে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর ভোট পরবর্তী হিংসায় খুন হন ইলামবাজারের এক বিজেপি নেতা গৌরব সরকার । তাই ওইদিন বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের কললিস্টে যাদের যাদের ফোন নম্বর পাওয়া গিয়েছে তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই (CBI Probe in Post Poll Violence Case) ৷

cbi probe in post poll violence case
ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত ঘনিষ্ঠ দুই বিধায়ককে সিবিআই জেরা

By

Published : Jun 4, 2022, 6:13 PM IST

Updated : Jun 4, 2022, 9:08 PM IST

দুর্গাপুর, 4 জুন : 'তদন্তের স্বার্থে সিবিআই'কে পূর্ণ সহযোগিতা করব', দুর্গাপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প থেকে বেরিয়ে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ এবং কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনেওয়াজ । এদিন সিবিআই-এর তদন্তকারীরা প্রায় 1 ঘণ্টা 40 মিনিট তাঁদের জিজ্ঞাসাবাদ করেন (CBI interrogate two tmc mla in post poll violence case) ৷

আরও পড়ুন : ভোট-পরবর্তী হিংসা মামলায় তারাপীঠের পূজারীকে জিজ্ঞাসাবাদ সিবিআই'য়ের

ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত ঘনিষ্ঠ দুই বিধায়ককে সিবিআই জেরা

গতবছর 2 মে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর ভোট পরবর্তী হিংসায় খুন হন ইলামবাজারের এক বিজেপি নেতা গৌরব সরকার । তাই ওইদিন বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের কললিস্টে যাদের যাদের ফোন নম্বর পাওয়া গিয়েছে তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই ৷ বেশ কয়েকজন সাংবাদিককেও এই বিষয়ে দুর্গাপুরে তাদের ক্যাম্পে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই ৷ কলেজের প্রিন্সিপাল থেকে মন্দিরের পুরোহিতকেও ডাকা হয় জিজ্ঞাসাবাদ করার জন্য ।

Last Updated : Jun 4, 2022, 9:08 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details