আসানসোল, 3 ফেব্রুয়ারি: গরু পাচার মামলায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য । আরও 115টি বাফার অ্যাকাউন্টের (Buffer Bank Accounts) হদিশ পেয়েছে সিবিআই । আরও আশ্চর্যের বিষয়, এই অ্যাকাউন্টগুলি মাত্র দুদিনে খোলা হয়েছিল । স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য পঞ্চায়েতে যে নথি জমা করেছিলেন উপভোক্তারা, সেই নথি দিয়েই এই অ্যাকাউন্টগুলি খোলা হয়েছিল । এই অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত নথি সিবিআইয়ের পক্ষ থেকে আসানসোল সিবিআই আদালতে জমা দেওয়া হয়েছে । লক্ষ-লক্ষ টাকা এই অ্যাকাউন্টগুলিতে ঢুকেছে । সিবিআইয়ের দাবি, এই অ্যাকাউন্টগুলির সঙ্গে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal Case) যোগসূত্র মিলেছে ।
যাঁদের নামে অ্যাকাউন্ট তাঁরা তার বিন্দুবিসর্গ জানেন না: গত 19 জানুয়ারির শুনানিতে (Asansol CBI Court) সমবায় ব্যাংকে 177টি ও 54টি অ্যাকাউন্টের তথ্য সামনে এনেছিল সিবিআই । সিবিআই দাবি করেছিল, যাঁদের নামে এই অ্যাকাউন্টগুলি করা হয়েছিল, তাঁরা কেউ বিষয়টি নিয়ে অবগত নন । শুধু তাই নয়, এই অ্যাকাউন্টগুলিতে সই করেছিলেন কোনও একজন ব্যক্তি, এমনই অনুমান সিবিআইয়ের ।
এ বিষয়ে নিশ্চিত হাতের লেখা বিশারদের সহায়তা নেবে সিবিআই । ওই অ্যাকাউন্টগুলিতে লক্ষ-লক্ষ টাকা ঢুকেছে এবং বিভিন্ন অ্যাকাউন্ট হয়ে সেই টাকা অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের চাল কলের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছিল । এই বিষয়ে বিস্তারিত তথ্য কোর্টে জানিয়েছিল সিবিআই ।
115টি বাফার অ্যাকাউন্টের তথ্য দিল সিবিআই: শুক্রবার অনুব্রত মণ্ডলের শুনানিতে ফের নতুন করে 115টি বাফার অ্যাকাউন্টের তথ্য জমা করে সিবিআই । সিবিআই দাবি করেছে, এখনও পর্যন্ত 16 জন অ্যাকাউন্ট হোল্ডারকে চিহ্নিত করা গিয়েছে, তাঁদের প্রত্যেকেরই দাবি অ্যাকাউন্টগুলি তাঁদের খোলা নয় এবং টাকাও তাঁদের নয় । এরপরেই সিবিআইয়ের কাছে বিচারক জানতে চান, তাহলে কীভাবে অ্যাকাউন্টগুলি খোলা হল ?