আসানসোল, 19 নভেম্বর: এবার গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) বিনয় মিশ্রকে (Binay Mishra) দেশে ফিরিয়ে আনার জন্য তোড়জোড় শুরু করল সিবিআই । শনিবার আসানসোল সিবিআই আদালতে (CBI Court) এসেছিলেন সিবিআইয়ের 'হেড অফ দ্য ব্রাঞ্চ' রাজীব মিশ্র ।
জানা গিয়েছে, বিনয় মিশ্রকে দেশে ফেরানোর জন্য আদালতে হলফনামা জমা দেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা । তা বিচারকের কাছে অনুমোদন পেয়ে বিদেশমন্ত্রকে জমা করবে সিবিআই (CBI)। যদিও বিষয়টি নিয়ে সিবিআই আধিকারিকরা মুখ খোলেননি ।
প্রথমে বেআইনি কয়লাপাচার (Coal Smuggling Case), পরে গরুপাচার মামলাতেও নাম জড়ায় বিনয় মিশ্রের । কিন্তু বিনয় মিশ্রের নাগালে পায়নি সিবিআই । এরপর কোর্ট তাঁকে পলাতক ঘোষণা করে । বিনয় মিশ্রের খোঁজ দিতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করে সিবিআই ।