আসানসোল, 9 ডিসেম্বর: গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) আজ ফের অনুব্রত মণ্ডলকে আসানোল সিবিআই বিশেষ আদালতে তোলা হয় (Anubrata Mondal at Asansol CBI Court) ৷ সেখানে বিচারক তাঁকে ফের 14 দিনের জেল হেফাজতের নির্দেশে দিয়েছেন ৷ অর্থাৎ, 22 ডিসেম্বর পর্যন্ত তৃণমূলের বীরভূম জেলার সভাপতিকে জেলেই থাকতে হবে ৷ অনুব্রত মণ্ডলের আইনজীবী এদিনও তাঁর জামিনের আবেদন করেননি ৷
প্রসঙ্গত, গত 25 নভেম্বর শেষবার আসানসোলে সিবিআই-এর বিশেষ আদালতে তোলা হয়েছিল বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে । সেদিনও অনুব্রতর আইনজীবী জামিনের কোনও আবেদন করেননি ৷ এমনকি সেবার কোনও সওয়াল-জবাবও হয়নি ৷ তবে, আজ সিবিআই আদালতে গরুপাচার মামলায় সিবিআই-এর আইনজীবী বিচারকের সামনে বেশ কিছু তথ্য পেশ করেছেন ৷ এদিন শুনানি শেষে অনুব্রতকে ফের 14 দিনের জেল হেফাজত দিয়েছেন সিবিআই-এর বিশেষ আদালতের বিচারক ৷ প্রসঙ্গত. আগামী 16 ডিসেম্বর কলকাতা হাইকোর্টে এ সংক্রান্ত একটি শুনানি রয়েছে ৷ সেই কারণেই আজ অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন করেননি তাঁর আইনজীবী ৷