পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গাপুরে ছাত্রাবাসে চুরি - ছাত্রাবাসে চুরি

পড়ুয়াদের অভিযোগ এর আগেও ল্যাপটপ ও মোবাইল চুরি হয়েছে ।

দুর্গাপুরে ছাত্রাবাসে চুরি
দুর্গাপুরে ছাত্রাবাসে চুরি

By

Published : Nov 28, 2020, 4:23 PM IST

দুর্গাপুর, ২৮ নভেম্বর : আবারও চুরি দুর্গাপুরের ৫৪ ফুটে । ভোররাতে ওই এলাকার একটি ভাড়া বাড়ি থেকে নগদ ২৪ হাজার টাকা ও দুটি দামী মোবাইল চুরি হয় ।

৫৪ ফুটের, গড়াই বিচালির দ্বিতীয় তলায় ভাড়া থাকে দুর্গাপুর আইন কলেজের পঞ্চম বর্ষের সাদিদ হায়দার ও শেখ আজারুদ্দিন নামে দুই ছাত্র । আজ ভোর চারটে নাগাদ রান্নাঘরের জানলা ভেঙে দুষ্কৃতীরা বাড়িতে ঢোকে । এবং নগদ টাকা ও দামী দুটি মোবাইল চুরি করে চম্পট দেয় । জানালা দিয়ে পালানোর সময় জোরালো আওয়াজে দুই ছাত্রের ঘুম ভাঙে । অন্ধকারের কারণে তারা কাউকে দেখতে পায়নি । এই ঘটনার পর এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে । পড়ুয়াদের অভিযোগ এর আগেও ল্যাপটপ ও মোবাইল চুরি হয়েছে । পুলিশকে জানানো হলেও পুলিশ সেই বিষয়ে কোনও হস্তক্ষেপ করেনি ।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়ায় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ । পুরো ঘটনা খতিয়ে দেখে, তদন্ত শুরু করেছে তারা ।

ABOUT THE AUTHOR

...view details