আসানসোল, 25 জুলাই: এ যেন ঠিক বারমুডা ট্রায়াঙ্গলের গল্প । রাস্তা থেকে একটা আস্ত গাড়ি চালক-সহ উধাও হয়ে গেল (Car missing with driver in Asansol) । আর এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আসানসোল উত্তর থানার ধাদকা র্যাকিট কোলমাইন সংলগ্ন এলাকার রাস্তায় ।
অনুমান করা হচ্ছে, রাস্তার পাশে একটি বড় পাথর খাদানে সেই গাড়িটি পড়ে গিয়েছে এবং তারপরই নিখোঁজ হয়েছে চালক । পাথর খাদানের জলে গাড়িটির লগ বুক ভেসে উঠেছে । সেখান থেকেই অনুমান করা হচ্ছে চালক-সহ গাড়িটি তলিয়ে গিয়েছে । আসানসোল উত্তর থানার পুলিশ ও দুর্যোগ মোকাবিলা কেন্দ্রের কর্মীরা উদ্ধার কার্যে নেমেছে ।
আসানসোল পৌরনিগমের 15 নম্বর ওয়ার্ডের আদিবাসী এলাকার বাসিন্দা সুনীল হাঁসদা । তিনি কোল ইন্ডিয়ার সিএমপিডিআই-এর গাড়ি চালানোর কাজ করতেন । গতকাল রাতে বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন সুনীল । উদ্দেশ্য ছিল সিএমপিডিআইয়ের কোনও আধিকারিককে স্টেশন থেকে নিয়ে তাঁর বাড়িতে ছেড়ে দেওয়া । কিন্তু মাঝ রাস্তা থেকেই হারিয়ে যান সুনীল । গাড়িটিরও সন্ধান মেলেনি । তাঁর ফোনও বন্ধ হয়ে যায় ।