কলকাতা, 22 ডিসেম্বর: আগামী তিন সপ্তাহ পর্যন্ত গ্রেফতার করা যাবে না আসানসোলের (Asansol) বিজেপি নেত্রী চৈতালী তিওয়ারিকে (Chaitali Tiwari) ৷ বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷
আসানসোলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) একটি রাজনৈতিক সমাবেশে কম্বল বিতরণকে কেন্দ্র করে পদপিষ্ট হয়ে কয়েকজনের মৃত্যু হয় ৷ এই ঘটনায় বিজেপির (BJP) কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় ৷ সেই তালিকায় নাম রয়েছে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালীর ৷ তিনি সেই এফআইআর-এর উপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৷
এদিন মৃতদের পরিবারের তরফে আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, "পুলিশ ওঁকে জিজ্ঞাসাবাদের নোটিশ দেওয়ার এখনও 48 ঘণ্টা হয়নি । ওঁর এত তাড়া কিসের ? তদন্ত হোক । তিন জনের মৃত্যু হয়েছে তার মধ্যে একজন 14 বছরের বাচ্চাও রয়েছে ।"
চৈতালী তিওয়ারির আইনজীবী রাজদীপ মজুমদারের বক্তব্য, "আবেদনকারী একজন কাউন্সিলর । অনুমতি নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন । তিনি স্বয়ং উপস্থিতও ছিলেন । রাজনৈতিক ভাবে হেনস্তা করার উদ্দেশ্যেই অভিযোগ করা হয়েছে ।’’
তিনি আরও বলেন, ‘‘যে ব্যক্তি এই এফআইআর করেছেন, তিনি নিজেও কিছু জানেন না । বানানো বয়ান দিয়ে এফআইআর করা হয়েছে । তদন্তে সহযোগিতা করতে তৈরি । আপাতত ওঁর বিরুদ্ধে যাতে কোনও কঠিন পদক্ষেপ না করা হয়, সেই নির্দেশ দেওয়া হোক ।" রাজ্যের আইনজীবী অমিতেষ বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্য গ্রেফতার করবে না । ওঁকে তদন্তে সহযোগিতা করতে বলা হোক ।"
সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, আবেদনকারীকে তদন্তে সহযোগিতা করতে হবে ।আদালত এই মুহূর্তে প্রাথমিক তদন্তে হস্তক্ষেপ করবে না । আদালতের পক্ষে সম্ভব নয় এজলাসে বসে ওই ঘটনার সত্যতা খতিয়ে দেখার । তাই প্রাথমিক তদন্তের প্রয়োজন । আবেদনের গ্রহণযোগ্যতা আছে কি না, আদালত খতিয়ে দেখবে । সমস্ত তদন্তের ভিডিওগ্রাফি করতে হবে । শনিবার ও সোমবার নোটিশ পাওয়ার 24 ঘণ্টার মধ্যে আবেসনকারীকে জিজ্ঞাসাবাদে হাজির হতে হবে ।
মামলাকারীর আইনজীবী রাজদীপ মজুমদার আবেদন জানিয়েছিলেন, সামনে 25 ডিসেম্বর ৷ এখন জিজ্ঞাসাবাদ বন্ধ রাখা হোক । কিন্তু বিচারপতির বক্তব্য, তিন জন মারা গিয়েছে । এত হালকা ভাবে নিতে পারে না আদালত । সোমবারের পর আবেদনকারী তিন সপ্তাহের মধ্যে যথাযথ বেঞ্চে আগাম জামিনের আবেদন জানাতে পারবেন । ততদিন পর্যন্ত তার রক্ষাকবচ বজায় থাকবে । 18 জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে ।
আরও পড়ুন:ফ্ল্যাটে তালা, চৈতালি তিওয়ারিকে জেরা করতে গিয়ে ফিরল পুলিশ