পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Recruitment Scam: নিম্ন আদালতে নিয়োগের পরীক্ষাতেও দুর্নীতি ! সিআইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের

পশ্চিম বর্ধমানের আসানসোল আদালতে (Asansol District Court) কর্মী নিয়োগের পরীক্ষায় দুর্নীতির (Recruitment Scam) অভিযোগ ৷ এক সপ্তাহের মধ্যে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)

Calcutta High Court directs to form SIT in alleged Recruitment Scam at Asansol District Court
Recruitment Scam: নিম্ন আদালতে নিয়োগের পরীক্ষাতেও দুর্নীতি ! সিআইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের

By

Published : Jun 17, 2022, 7:33 PM IST

কলকাতা, 17 জুন:এবার আদালতে কর্মী নিয়োগ নিয়েও উঠল দুর্নীতির (Recruitment Scam) অভিযোগ ৷ ঘটনায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি শম্পা সরকার (Justice Shampa Sarkar) ৷ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জানা গিয়েছে, পশ্চিম বর্ধমানের আসানসোল আদালতে (Asansol District Court) কর্মী নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ সেই অভিযোগ খতিয়ে দেখতে আইজি সিআইডি-কে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি সরকার ৷

সংশ্লিষ্ট মামলাকারীর বক্তব্য, আসানসোল আদালতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল 2019 সালে ৷ শূন্য পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেওয়া চলতি বছরের 20 ফেব্রুয়ারি ৷ কিন্তু, সেই পরীক্ষায় গণহারে টুকলির অভিযোগ ওঠে ৷ সেইসঙ্গে, নিয়োগের পরীক্ষায় দুর্নীতি করা হয়েছে বলেও দাবি মামলাকারীর ৷

আরও পড়ুন:SSC Recruitment Scam : কমিশনের সদস্যরা নিজেদের আত্মীয়দের চাকরি পাইয়ে দিয়েছেন, শুনানিতে উল্লেখ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

এই বিষয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা রুজু করেছেন নওয়াজ আশরফ নামে এক চাকরিপ্রার্থী ৷ তাঁর অভিযোগ, নিয়োগের পরীক্ষায় বসার জন্য অনেকেই ভুয়ো নথি জমা দিয়েছেন ৷ বেআইনিভাবে চাকরির পরীক্ষা দিয়েছেন তাঁরা ৷

শুক্রবার বিচারপতি শম্পা সরকারের এজলাসে মামলাটি শুনানির জন্য ওঠে ৷ মামলাকারীর বক্তব্য শোনার পর এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি ৷ তিনি বলেন, নিম্ন আদালতের নিয়োগ নিয়েই যদি প্রশ্ন ওঠে, তাহলে তা বিশদে তদন্ত করে দেখা দরকার ৷ এরপরই এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দেন বিচারপতি ৷ আইজি সিআইডি-কে এই নির্দেশ দেন তিনি ৷ বিচারপতির সাফ কথা, এক সপ্তাহের মধ্যে সিট গঠন করে তদন্ত শুরু করতে হবে ৷ আগামী 28 জুনের মধ্যে সেই তদন্তের রিপোর্ট পেশ করতে হবে আদালতে ৷

ABOUT THE AUTHOR

...view details