আসানসোল, 2 মার্চ : পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু ৷ ঘটনার জেরে আসানসোল দক্ষিণ থানায় চড়াও হয় উত্তেজিত জনতা । ভাঙচুর করা হয় পুলিশের চারটি গাড়ি । থানায় রাখা অজস্র মোটরসাইকেল । ইটপাটকেল ছোঁড়া হয় থানাতেও । উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের ধস্তাধস্তি পর্যন্ত হয় ।
গত রাতে আসানসোল দক্ষিণ থানার থেকে কিছুটা দূরেই জি টি রোডের উপরে একটি বাইকে ধাক্কা মারে একটি গাড়ি । প্রত্যক্ষদর্শীদের মতে গাড়িটি পুলিশ ভ্যান ছিল । বাইকে সওয়ার দু'জনের মধ্যে একজনের ঘটনাস্থানেই মৃত্যু হয় । অন্যজনের অবস্থা আশঙ্কাজনক ৷
দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আসানসোল চিকিৎসাধীন মৃত বাইক আরোহীর নাম বিকাশ ঘোষ (32) । তিনি আসানসোল দক্ষিণ থানা রাঙানিয়া পাড়া এলাকার বাসিন্দা । ঘটনা জানাজানি হতেই আশেপাশের এলাকা থেকে প্রচুর মানুষ এসে আসানসোল দক্ষিণ থানা জড়ো হয় । এরপর সেখানে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । উত্তেজিত জনতা একের পর এক পুলিশের গাড়ি ভাঙতে শুরু করে । জিটি রোডের ওপর দাঁড় করানো দু'টি পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় । পাশাপাশি থানার পাশে রাখা আরও দু'টি গাড়িও ভেঙে ফেলে উত্তেজিত জনতা । থানায় রাখা সমস্ত বাইকেও ভাঙচুর চালায় উত্তেজিত জনতা । ইট ছোড়া হয় থানাতেও ।
এরপরই পুলিশের বড় বাহিনী রাস্তায় নেমে আসে । তারা উত্তেজিত জনতাকে প্রশমিত করার চেষ্টা করে । পুলিশ বারবার ধৈর্যের পরীক্ষা দিয়ে জনতাকে বোঝাতে গেলে পুলিশের সঙ্গে খন্ড যুদ্ধ বেধে যায় জনতার । শেষ পর্যন্ত দুর্ঘটনা নিয়ে সঠিক তদন্তের আশ্বাস দিলে জনতা প্রশমিত হয় । কিন্তু উত্তেজনা চলতে থাকে অনেক রাত পর্যন্ত । ঘটনার জেরে জিটি রোড দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় । যদিও পুলিশ তৎপরতার সঙ্গে ভাঙচুর হওয়া গাড়িগুলোকে সরিয়ে নিলে এবং বিক্ষোভকারীদের এলাকা থেকে সরিয়ে দিলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় । আসানসোল দক্ষিণ থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত তদন্ত হবে । পাশাপাশি থানায় যারা ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে । সিসিটিভি খতিয়ে দেখে যারাই ভাংচুরের ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করার কাজ করছে পুলিশ ।