রানীগঞ্জ , ২৩ মার্চ : কোরোনা ভাইরাস রুখতে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের তরফ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে । রাজ্য সরকারের এই নির্দেশের পর সকাল থেকে রানিগঞ্জের বাসস্ট্যান্ডে একের পর এক বাস সার দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় । পথে নামেনি যাত্রীবাহী মিনিবাসও । অথচ একাধিক টোটোয় অতিরিক্ত যাত্রী নিয়ে যাতায়াত করতে দেখা গেল ।
লকডাউন ঘোষণাই সার, রানিগঞ্জে অতিরিক্ত যাত্রী নিয়ে টোটো চলাচল - Covid-19 latest updates
কোরোনা সংক্রমণ রুখতে রাজ্যজুড়ে লক ডাউন ঘোষণা করা হলেও রানিগঞ্জে চলছে বাস-টোটো ৷
অভিযোগ, লকডাউনের ঘোষণা হলেও তা কতটা কার্যকর হচ্ছে, সেদিকে নজর দিচ্ছে না প্রশাসন । মিনিবাস বন্ধ থাকলেও দু-একটি যাত্রীবাহী বাসকে অতিমাত্রায় যাত্রী নিয়ে আসতে দেখা গেল রানিগঞ্জ বাসস্ট্যান্ডে । বাস চালককে জিজ্ঞাসা করা হল তিনি বলেন, ‘‘ ইউনিয়নের কথামতোই যাত্রীদের বাসস্ট্যান্ডে নিয়ে এসেছি । এরপর বাস বন্ধ করে দেওয়া হবে ।’’
রানিগঞ্জে অবাধে চলছে টোটো ৷ যাত্রীবাহী টোটো চালককে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘পেটের দায়ে টোটো চালাতে বাধ্য হচ্ছি । আমার জানা ছিল না যে টোটো নিয়ে রাস্তায় নামা যাবে না । শুধুমাত্র ২২ তারিখে বাইরে বোরোনো বন্ধ ছিল, এটাই জানতাম । এবার থেকে টোটো বন্ধ করে বাড়িতেই থাকব ।’’ অন্য এক টোটো চালককে অতিমাত্রায় যাত্রী নিয়ে নিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন করলে তিনি ভুল স্বীকার করে বলেন, ‘‘সবই জানা আছে । ভুল হয়ে গেছে আর টোটো চালাব না ।’’