পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dead Body Recovered : কুলটিতে রেলকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার - গুলিবিদ্ধ দেহ উদ্ধার

নিজের কেবিন থেকে রেলকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কুলটিতে ৷ পুলিশের প্রাথমিক অনুমান খুন করা হয়েছে ওই রেলকর্মীকে ৷ তবে খুনের পিছনে ঠিক কী কারণ রয়েছে তার তদন্তে নেমেছে পুলিশ ৷

কুলটিতে রেলকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার
কুলটিতে রেলকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার

By

Published : Aug 26, 2021, 11:26 AM IST

কুলটি, 26 অগস্ট : রেলকর্মীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার কুলটি থানার চিনাকুড়ি এলাকায় । বুধবার রাতে চিনাকুড়িতে রেলের ইলেকট্রিক কেবিন থেকে ওই রেলকর্মীর মৃতদেহ উদ্ধার হয় । মৃতের নাম চন্দন পাসওয়ান (54) । মৃতের শরীরে গুলিবিদ্ধ হওয়ার একাধিক চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা ৷ যদিও কিভাবে ঘটল এই ঘটনা তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশ ।

মৃত রেলকর্মী চন্দন পাসওয়ান রেলের চিনাকুড়ি ইলেকট্রিক কেবিনে কাজ করতেন । কর্মস্থল থেকে কিছুদূরেই রেল কোয়ার্টারে তাঁর পরিবার থাকে । যদিও চন্দন খুব কম বাড়ি যেতেন বলেই জানা গিয়েছে । রেলের ইলেকট্রিক কেবিনেই তিনি বেশি থাকতেন । বুধবার রাতে স্থানীয়রা দেখতে পান কেবিনেই খাটে শুয়ে আছেন চন্দন ।

সামনে এগিয়ে যেতেই বোঝা যায় তিনি মৃত অবস্থায় পড়ে আছেন । তাঁর শরীরেও একাধিক গুলির চিহ্ন রয়েছে বলে স্থানীয়দের দাবি । যদিও কখন তাঁকে গুলি করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত নন কেউই । খবর পেয়ে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

আরও পড়ুন :Sand Mafia : দুর্গাপুরে গ্রেফতার বেআইনি বালি কারবারের 'বেতাজ বাদশা' কেবু

কিন্তু ঠিক কী কারণে এই ঘটনা তা এখনও পর্যন্ত জানা যায়নি । পুলিশের প্রাথমিক অনুমান, খুন করা হয়েছে চন্দন পাসওয়ানকে । খুনের পিছনে একাধিক কারণ থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ ৷ পারিবারিক কোনও অশান্তির কারণেও খুন হতে পারে চন্দনবাবু ।

আবার অন্যদিকে স্থানীয়দের থেকে জানা গিয়েছে, নিজের কেবিনের চৌহদ্দিতে নেশার আসর বসাতেন ওই রেলকর্মী । সেখান থেকে কোনও বচসার জেরেও এই খুন হতে পারে বলে পুলিশের অনুমান । গোটা বিষয়টি খতিয়ে দেখে খুনের তদন্তে নেমেছে কুলটি থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details