পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Asansol Shot: জয়দেব মণ্ডলের বাড়িতে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার 2 - Asansol Shot

বেআইনি কয়লা কারবারে অভিযুক্ত জয়দেব মণ্ডলের ভাইয়ের স্ত্রী'র গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ভাই বুদ্ধদেব মণ্ডল ও বুদ্ধদেবের ছেলে প্রদীপ মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ (Brother and Nephew Arrested in Asansol Shot) ৷ যদিও অভিযুক্তদের পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায়নি আসানসোল উত্তর থানার পুলিশ ।

Asansol Shot News
জয়দেব মণ্ডলের বাড়িতে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার 2

By

Published : Jul 18, 2022, 4:15 PM IST

আসানসোল, 18 জুলাই: বেআইনি কয়লার কারবারে অভিযুক্ত জয়দেব মণ্ডলের বাড়িতে গুলি চালানোর ঘটনায় জয়দেব মণ্ডলের ভাই বুদ্ধদেব মণ্ডল ও বুদ্ধদেবের ছেলে প্রদীপ মণ্ডলকে গ্রেফতার করেছে আসানসোল উত্তর থানার পুলিশ (Brother and Nephew Arrested in Asansol Shot) । ওই ঘটনায় জয়দেবের আরেক ভাইয়ের স্ত্রী চৈতালী মণ্ডল গুলিবিদ্ধ হয়েছিলেন । ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, ওই আগ্নেয়াস্ত্রটি লাইসেন্স প্রাপ্ত । পারিবারিক বিবাদের জেরে এই গুলি চালানোর ঘটনা বলে পুলিশ জানিয়েছে ।

গত শুক্রবার আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির ঠিক উলটো দিকে সেনর‍্যালেতে বেআইনি কয়লা কারবারে অভিযুক্ত জয়দেব মণ্ডলের বাড়িতে গুলির শব্দ পাওয়া যায়। এই ঘটনায় জয়দেব মণ্ডলের এক ভাইয়ের স্ত্রী চৈতালী মণ্ডল গুলিবিদ্ধ হয় । তাঁর কোমরে ও পায়ে গুলি লাগে ৷ প্রথমে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় আসানসোলের সেনর‍্যালে রোডে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় । কিন্তু সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসার পরেই ছাড়িয়ে নিয়ে চলে যায় পরিবারের লোকেরা । অনত্র‍্য চিকিৎসার ব্যবস্থা হয় । বর্তমানে বিপদমুক্ত চৈতালী । বিষয়টি নিয়ে পরিবারের লোকেরা মুখে কূলুপ আঁটে ।

আরও পড়ুন :বেআইনি কয়লা কারবারে অভিযুক্ত জয়দেব মণ্ডলের বাড়িতে চলল গুলি

যদিও পুলিশ ঘটনার তদন্ত নেমে পারিবারিক বিবাদের হদিশ পায় । জানা যায়, জয়দেবের এক ভাই বুদ্ধদেব মণ্ডল ও তার ছেলে প্রদীপ মণ্ডলের সঙ্গেই অশান্তি চলছিল, আরেক ভাইয়ের স্ত্রী চৈতালীর । ওই বচসা চলাকালীন প্রদীপই চৈতালীকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ । রবিবার বুদ্ধদেব মণ্ডল ও প্রদীপ মণ্ডলকে গ্রেফতার করেছে আসানসোল উত্তর থানার পুলিশ । সোমবার আসানসোল আদালতে তাদের তোলা হয় । যদিও অভিযুক্তদের পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায়নি আসানসোল উত্তর থানার পুলিশ ।

প্রসঙ্গত জয়দেব মণ্ডলের নাম বেআইনি কয়লা কাণ্ডে জড়িয়ে যায় । গ্রেফতার হয়েছিলেন জয়দেব মণ্ডল । বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন । সম্প্রতি ইডি জয়দেব মণ্ডল ও কয়লা কাণ্ডে আরেক অভিযুক্ত গুরুপদ মাজির 21 কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিশ জারি করেছে ।

For All Latest Updates

TAGGED:

Asansol Shot

ABOUT THE AUTHOR

...view details