আসানসোল, 18 জুলাই: বেআইনি কয়লার কারবারে অভিযুক্ত জয়দেব মণ্ডলের বাড়িতে গুলি চালানোর ঘটনায় জয়দেব মণ্ডলের ভাই বুদ্ধদেব মণ্ডল ও বুদ্ধদেবের ছেলে প্রদীপ মণ্ডলকে গ্রেফতার করেছে আসানসোল উত্তর থানার পুলিশ (Brother and Nephew Arrested in Asansol Shot) । ওই ঘটনায় জয়দেবের আরেক ভাইয়ের স্ত্রী চৈতালী মণ্ডল গুলিবিদ্ধ হয়েছিলেন । ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, ওই আগ্নেয়াস্ত্রটি লাইসেন্স প্রাপ্ত । পারিবারিক বিবাদের জেরে এই গুলি চালানোর ঘটনা বলে পুলিশ জানিয়েছে ।
গত শুক্রবার আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির ঠিক উলটো দিকে সেনর্যালেতে বেআইনি কয়লা কারবারে অভিযুক্ত জয়দেব মণ্ডলের বাড়িতে গুলির শব্দ পাওয়া যায়। এই ঘটনায় জয়দেব মণ্ডলের এক ভাইয়ের স্ত্রী চৈতালী মণ্ডল গুলিবিদ্ধ হয় । তাঁর কোমরে ও পায়ে গুলি লাগে ৷ প্রথমে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় আসানসোলের সেনর্যালে রোডে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় । কিন্তু সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসার পরেই ছাড়িয়ে নিয়ে চলে যায় পরিবারের লোকেরা । অনত্র্য চিকিৎসার ব্যবস্থা হয় । বর্তমানে বিপদমুক্ত চৈতালী । বিষয়টি নিয়ে পরিবারের লোকেরা মুখে কূলুপ আঁটে ।