দুর্গাপুর, 6 মে : লকডাউনের জেরে বন্ধ কাজ । রোজগার বন্ধ হওয়ার কারণে বিপাকে পড়েছেন ইটভাটার কর্মীরা ৷ আর অপেক্ষা না করে 7 জন শিশু ও মহিলাসহ মোট 25 জন কাঁকসা থানার বসুধা থেকে পুরুলিয়া পর্যন্ত গন্তব্য পায়ে হেঁটে রওনা দিলেন । পানাগড়ে তাঁদের খাবারের ব্যবস্থা করার পর বাচ্চাদের মুখে মাস্ক পরিয়ে দিলেন এক তৃণমূল কর্মী ।
দীর্ঘ প্রায় 6-7 মাস আগে কাঁকসা থানা এলাকার বসুধা গ্রামে ইটভাটার কর্মী হিসাবে কাজে যোগ দেন পুরুলিয়া জেলার বেশ কয়েকজন কর্মী । আজ দীর্ঘ 6-7 মাস ওরা পরিবার নিয়ে এখানেই আছেন । কিন্তু এক মাসের উপরে লকডাউন চলছে । কাজ বন্ধ হয়ে গেছে । রোজগার নেই । আর্থিক অনটনে ভুগছিলেন ইটভাটার কর্মী ও তাদের পরিবারের সদস্যরা । লকডাউনের কারণে বাস-ট্রেন সহ যোগাযোগের সমস্ত মাধ্যম বন্ধ ।